
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
BCS 36 Question With Solution (08/01/2016) 101 to 200
১০১. প্রাণী জগতের উতপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
জেনেটিক///ইভোলিওশন
১০২. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
পেট্রোল
১০৩। মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়-
চৌম্বক শক্তি
১০৪। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
ট্রিপসিন
১০৫। বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
০.৮
১০৬। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
প্লিহাতে
১০৭। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
ডায়নামো
১০৮। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
আলট্রাভায়োলেট রশ্মি
১০৯। কোন রং বেশী দূর থেকে দেখা যায়?
সাদা
১১০। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
আইসোবার
১১১। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
১১২। ‘সুবর্ণ মধ্যক’ হলো
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
১১৩। নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়-
উপরের তিনটিই সঠিক
১১৪। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
জনকল্যাণ
১১৫। । সুশাসনের পথে অন্তরায়-
স্বজনপ্রীতি
১১৬। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-
সামাজিক মূল্যবোধকে
১১৭ ৷ নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-
নৈতিক আদর্শ
১১৮। ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
রাসেল
১১৯। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
১২০। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেটি শাসক ও শাসিতের মধ্যে-
আস্থার সম্পর্ক গড়ে তোলে
১২১। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
@@দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
১২২। নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
TV Remote Control
১২৩ ৷ (1011)2 + (0101)2 =?
কোনটি নয়
১২৪. WiMAX এর পূর্ণরূপ কি?
Worldwide Interoperability for Microwave Access
১২৫। Boolean Algebra- এর নিচের কোনটি সঠিক?
উত্তরঃ A + Ā = 1
১২৬। 8086 কত বিটের মাইক্রো প্রসেসর
উত্তরঃ 16
১২৭। নিচের কোন মেমোরীটি Non-volatile?
উত্তরঃ ROM
১২৮। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
উত্তরঃ RAM
১২৯ ৷ Plotter কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ আউটপুট
১৩০। নিচের কোনটি 3G Language নয়? –
উত্তরঃ Machine Language/Assembly Language
১৩১। নিচের কোন উক্তিটি সঠিক?
উত্তরঃ ১ কিলোবাইট = ১০২৪ বাইট
১৩২। wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তরঃ IEEE 802.11
১৩৩। Mobile Phone- এর কোনটি input device- নয়?
উত্তরঃ Touch Screen
১৩৪। নিচের কোনটি ডাটাবেজ Language?
উত্তরঃ কোনটি নয়
১৩৫। LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তরঃ উপরের সবগুলোই
136. a- a-{a-(a-1) = কত?
উত্তরঃ a-1
137. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
উত্তরঃ ৪২ টাকা
১৩৮। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
উত্তরঃ ২০%
১৩৯। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?
উত্তরঃ ২৬০
140. x-1/x = 1 হলে x3–1/x3 এর মান কত?
উত্তরঃ 4
141. 1+3+5+ ——-+ 2x-1 কত?
উত্তরঃ x2
142. log√381 কত?
উত্তরঃ 8
143. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)
উত্তরঃ 8
144. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?
উত্তরঃ 0
145. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
উত্তরঃ 16
147. ত্রিভুজ ABC এ
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon