📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – স্বাধিকার আন্দোলন

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

স্বাধিকার আন্দোলন

বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা — হাজী শরীয়তউল্লাহ।

হাজী শরীয়তউল্লাহ জন্ম গ্রহন করেন — ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।

প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন — তিতুমীর।

তিতুমীর এর প্রকৃত নাম — মীর নিসার আলী।

তিতুমীর এর জন্মগ্রহন কোথায় — চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।

নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে — ১৮৩১ সালে।

বাশেঁর কেল্লা পরিকল্পনা করেন কে — গোলাম মাসুম।

নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে পরাজিত হয় — ইংরেজ আলেকজান্ডার।

কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় — লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট।

বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয় — হিন্দু।

কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয় — হিন্দু কলেজ।

ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো সংঘঠিত হয় — ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্ত।

ফকির-সন্যাসীদের উলে­খ্যযোগ্য নেতা ছিলেন — ভবানী পাঠক।

ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজী নিহত হন — ক্যাপ্টেন এডওয়ার্ড।

ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন — পঞ্চানন দাস।

মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন — নওয়াব আব্দুল লতিফ।

আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন — সৈয়দ আহমেদ খান।

ভারত উপমহাদেশের প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন — সৈয়দ আমীর আলী, (১৯০৯-১৯২৮ সাল)

কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন — সৈয়দ মাহমুদ।

কোন সমপ্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে — বর্ণ হিন্দুগণ।

মুসুলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয় — মর্লি মিন্টো।

১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম — দৈনিক আজাদ।

বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন — এ, কে ফজলূল হক।

ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রি ছিলেন — হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ভারতে সাধারন নির্বাচনের নির্দেশ প্রদান করেন — ব্রিটিশ প্রধানমন্ত্রী, মিঃ এটলী।

বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় — ১৮৬০ সালে, নীল বিদ্রোহের জন্য।

বাংলায় নীল চাষ অব্যাহত গতিতে চলে — ১০০ বছর ধরে ।

বাংলার নীল বিদ্রোহে অংশগ্রহন করে — চাষী।

ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরনের অগ্রনায়ক ছিলেন — রাজা রামমোহন রায়।

ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন — রাজা রামমোহন রায়, ১৮২৯ সালে।

সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয় — ১৮১৯ সালে।

বিধবা বিবাহের বৈধকরণ আইন পাশ করেন — ১৮৫৬ সালে।

মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সমস্ত সম্পত্তি উইল করে যান — হাজী মুহম্মদ মুহসীন।

হাজী মুহম্মদ মুহসীন গ্রহন করেন — ১৭৩০ সালে, হুগলীতে।

হাজী মুহম্মদ মুহসীন ইন্তেকাল করেন — ১৮১২ সালে।

নওয়াব আব্দুল লতিফ জন্ম গ্রহন করেন — ১৮২৮ সালে, ফরিদপুরে।

নওয়াব আব্দুল লতিফ উলে­খ্যযোগ্য কীর্তি — মোহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, ১৮৬৩।

সতীদাহ প্রথা রহিতকরনে কোন সমাজ সংস্কারকের ভুমিকা উলে­খযোগ্য — রাজা রামমোহন রায়।

ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন — রাজা রামমোহন রায়।

কংগ্রেস প্রতিষ্ঠিত হয় — ১৮৮৫ সালে।

কংগ্রেস প্রতিষ্ঠা করেন — এ্যালান অক্টোভিয়ান হিউম।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পন্ডিত ছিলেন — ফোর্ট উইলিয়াম কলেজের ।

কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয় — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

কোন লাটের সময় বঙ্গ-ভঙ্গ হয় — লর্ড কার্জনের সময়।

বঙ্গ-ভঙ্গ কবে কার্যকর হয় — ১৯০৫ সালে।

বঙ্গ-ভঙ্গ রদ করার সময় সুপারিশ করেন ভাইসরয় — লর্ড হার্ডিঞ্জ।

বঙ্গ-ভঙ্গ রদ হয় ১৯১১ সালে।

উপ মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য ১৯০৭ সালে, সাইমন কমিশন গঠিত হয়।

নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয়  ১৮৩১ সালে।

বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন — এ, কে ফজলূল হক।

বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় — ১৮৬০ সালে।

লর্ড কার্জনের সময় বঙ্গ-ভঙ্গ হয় ১৯০৫ সালে, রদ হয় ১৯১১ সালে।

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - স্বাধিকার আন্দোলন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved