কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়
ভিটামিন এ—রাতকানা
ভিটামিন বি১— বেরিবেরি
ভিটামিন বি২—মুখে ঘা
ভিটামিন বি ৩—পেলেগ্রা
ভিটামিন বি৬— নিউরোপ্যাথি
ভিটামিন বি১২—রক্ত শূণ্যতা
ভিটামিন সি— স্কার্ভি
ভিটামিন ডি— রিকেট,অস্টিও মেলাসিয়া
ভিটামিন ই— হিমোলাইটিক অ্যানিমিয়া
ভিটামিন কে—রক্ত জমাট বাধা বিলম্বিত হয়
আরো জেনে নেই-
ফল পাকার জন্য দায়ী ইথিলিন
ডিমের পঁচা সুবাসের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড
খেজুর খেতে মিষ্টি লাগে ফ্রুকটোজ থাকার কারনে
আম পাকাতে কি ব্যাবহার করা হয়? কার্বাইড
ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী এস্টার
গাছের পাতা ঝরে পড়ার জন্য দায়ী অ্যাবসিসিক এসিড
লিচুর ভক্ষাংশের নাম এরিল
ফল পাকলে হলুদ হওয়ার জন্য দায়ী জ্যান্থফিল
চায়ের ফুলের রং সাদা বা হালকা গোলাপী
চা ও কফিতে বিদ্যমান ক্ষারবস্তুর নাম ক্যাফেইন
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
1 responses on "ফোরাম প্রশ্নোত্তর - ভিটামিনের অভাব ও রোগের নাম"