📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – বিশ্বের ভয়াবহ কয়েকটি ভূমিকম্প

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

বিশ্বের ভয়াবহ কয়েকটি ভূমিকম্প

জানুয়ারি ৩১, ১৯০৬ : ইকুয়েডরের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রা ভূমিকম্প ও সুনামিতে নিহত হয় ৫০০ জন।

নভেম্বর ১১, ১৯২২ : চিলি ও আর্জেন্টিনার সীমান্তে ঘেঁষে ৮ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প হয়। এতে চিলির উপকূল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফেব্রুয়ারি ৩, ১৯২৩ : রাশিয়ার কামচাটকায় ৮ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প হয়। এতে সুনামির সৃষ্টি হয়।

ফেব্রুয়ারি ১, ১৯৩৮ : ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়।

আগস্ট ১৫, ১৯৫০ : তিব্বতে ৮ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়। এতে মারা যায় ৭৮০ জন।

নভেম্বর ৪, ১৯৫২ : রাশিয়ার কামচাটকায় ৯ মাত্রায় ভূমিকম্পে প্রবল সুনামির সৃষ্টি হয়। এর প্রভাবে হাওয়াই দ্বীপপুঞ্জের ওপর দিয়ে প্রায় ৩০ ফুট উঁচু ঢেউ বয়ে যায়। তার পরও এ ঘটনায় নিহতের কোনো খবর ছিল না।

মার্চ ৯, ১৯৫৭ : আলাস্কার আদ্রিয়ানো দ্বীপপুঞ্জে আঘাত হানে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এতে ১৬ মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়। তবে নিহতের ঘটনা ঘটেনি।

মে ২২, ১৯৬০ : চিলির দক্ষিণাঞ্চলে ৯ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ও এ থেকে সৃষ্ট সুনামিতে প্রাণ যায় ১ হাজার ৭১৬ জনের।

অক্টোবর ১৩, ১৯৬৩ : কুড়িল দ্বীপপুঞ্জে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে প্রবল গতিসম্পন্ন সুনামি সৃষ্টি হয়।

মার্চ ২৮, ১৯৬৪ : আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত হয় ১৩১ জন। এর মধ্যে ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে নিহত হয় ১২৮ জন।

ফেব্রুয়ারি ৪, ১৯৬৫ : আলাস্কার র‌্যাট আইল্যান্ডে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং এর প্রভাবে ১১ মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়। নিহতের খবর ছিল না।

ডিসেম্বর ২৬, ২০০৪ : ইন্দোনেশিয়ায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এতে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়া ও  আশপাশের কয়েকটি দেশে ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

মার্চ ২৮, ২০০৫ : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে নিহত ১ হাজার ৩০০ জন।

সেপ্টেম্বর ১২, ২০০৭ : ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে নিহত হয় ২৫ জন।

ফেব্রুয়ারি ২৭, ২০১০ : চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামিতে নিহত হয় ৫২৪ জন।

মার্চ ১১, ২০১১ : জাপানের উত্তর-পূর্ব উপকূলে সৃষ্ট ভূমিকম্প ও সুনামিতে নিহত হয় প্রায় ১৮ হাজার জন। তিব্রতা ছিল রিখটার স্কেলে ৯।

এপ্রিল ১১, ২০১২ : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা উপকূলে ৮ দশমিক ভূমিকম্প হয়। এর প্রভাব পড়ে আশপাশের ১২টি দেশে। তবে বড় ধরনের প্রাণহানি হয়নি।

এপ্রিল ২৫,২০১৫ : নেপালের লামজুংয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।প্রায় আট হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে।

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - বিশ্বের ভয়াবহ কয়েকটি ভূমিকম্প"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved