১. হৃদপিণ্ডের প্রাচীর( ৩টি স্তরে বিন্যাস্ত):
এপিকারর্ডিয়াম(যোজক কলা নির্মিত) → মায়োকার্ডিয়াম (হৃদপেশী) →এন্ডোকার্ডিয়াম(আবরনী কলা)
২. ধমনী / শিরার প্রাচীর ( ৩টি স্তর)
টিউনিকা অয়াডভেন্সিয়া/ এক্সটার্না → টিউনিকা মিডিয়া → টিউনিকা ইন্টিমা ।
৩. কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র(৩টি ঝিল্লি) (DAP)
ডুয়াম্যাটার (D) →অয়ারকানয়েড(A) →প্যারাম্যাটার(P)
৪. শুক্রাশয়(৩টি ঝিল্লী)
টিউনিকা ভ্যাজিনালিস→ টিউনিকা অয়ালবুজিনিয়া→ টিউনিকা ভাসকুলোসা টেসটিস)
৫. জরায়ু প্রাচীর(৩টি স্তর)
পেরিটোনিয়াম→ মায়োমেট্রিয়াম→ এন্ডোমেট্রিয়াম
৬. তেলাপোকার কিউটিকল ( ৩টি স্তর)
এপিকিউটিকল, এক্সোকিউটিকল, এন্ডোকিউটিকল
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - বিভিন্ন অঙ্গানুর প্রাচীর বাইরে থেকে ভেতরে"