📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৬মে-৯মে, ২০১৬

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৬মে-৯মে, ২০১৬

১০০ এর চেয়ে  বড় এমন সংখ্যার গুণফল বের কর গুণ করা ছাড়াই।

উদাহরণ ১।

১০৯ ×১০৭=?

ধাপ ১।

প্রথমে সংখ্যা দুটি ১০০ থেকে কত নির্ণয় কর ১০৯, ১০০ থেকে ৯ বড়। ১০৭, ১০০ থেকে ৭ বড়।

ধাপ ২।

৭ ও ৯ গুণ কর ৭×৯=৬৩। ৬৩ লিখে রাখুন।

ধাপ ৩।

৭ ও ৯ যোগ কর ৭+৯=১৬।

ধাপ ৪।

১৬ এর সাথে ১০০ যোগ কর ১০০+১৬=১১৬।

নির্ণেয় গুণফল, ১১৬৬৩

উদাহরণ ২।

১০২×১০৮=?

ধাপ ১। সংখ্যা দুটি ১০০ থেকে কত সেটি নির্ণয় কর ১০২, ১০০ থেকে ২ বেশি। ১০৮, ১০০ থেকে ৮ বেশি।

ধাপ ২।

২ ও ৮ গুণ কর ২×৮=১৬।

ধাপ ৩।

২ ও ৮ যোগ কর ২+৮=১০।

ধাপ ৪।

১০০ এর সাথে ১গ যোগ কর ১০০+১০=১১০

নির্ণেয় গুণফল, ১১০১৬

উদাহরণ ৩।

১১৩×১০৩=?

ধাপ ১।

সংখ্যা দুটি ১০০ এর চেয়ে কত বড় সেটা বের কর প্রথম সংখ্যাটি ১০০ এর চেয়ে ১৩ ও দ্বিতীয় সংখ্যাটি ১০০ এর চেয়ে ৩ বেশি।

ধাপ ২।

১৩ ও ৩ গুণ কর ১৩×৩=৩৯।

ধাপ ৩।

এবার ১৩ ও ৩ যোগ কর ১৩+৩=১৬।

ধাপ ৪।

১৬ এর সাথে ১০০ যোগ কর ১০০+১৬=১১৬

নির্ণেয় গুণফল: ১১৬৩৯

উদাহরণ ৪।

১১৯×১০৮=?

ধাপ ১।

সংখ্যা দুটি ১০০ এর চেয়ে কত বেশি সেটা বের কর প্রথম সংখ্যাটি ১০০ থেকে ১৯ বড় দ্বিতীয় সংখ্যাটি ১০০ থেকে ৮ বড়।

ধাপ ২।

এবার ১৯ ও ৮ গুণ কর ১৯×৮=১৫২। ৫২ লিখে রাখুন।

ধাপ ৩।

এবার আমাদের যে সংখ্যাগুলো বাড়তি সেগুলো যোগ করতে হবে অর্থাৎ (১৯+৮+১)=২৮

ধাপ ৪।

২৮ এর সাথে ১০০ যোগ কর; ২৮+১০০=১২৮

তাহলে নির্ণেয় গুণফল, ১২৮৫২

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৬মে-৯মে, ২০১৬"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved