📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – আগামীর সম্ভাবনা -‪ভিশন‬ ২০২১ সাল

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

আগামীর সম্ভাবনা -‪ভিশন‬ ২০২১ সাল

১/ সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে-২০২১ সাল।
২/ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে-২০২১ সাল।
৩/ মাথাপিছু আর্ন চার ডিজিটে নিয়ে আসা।
৪/ বেকারত্ব ৪০ থেকে ১৫ শতাংশে নিয়ে আসা।
৫/ কৃষি ক্ষেত্রে শ্রমশক্তি ৩৩ শতাংশে নিয়ে আসা।
৬/ স্থায়ী মজুরি কমিশন গঠন।
৭/ সংসদে নারী আসন ৩৩ শতাংশে উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা।
৮/ গড় আয়ু ৭০ বছরে উন্নীত করা।
৯/ সকল প্রকার সংক্রামক ব্যাধি নির্মূলকরা।
১০/ ডিজিটাল বাংলাদেশ গড়া।
১১/ প্রজনন নিয়ন্ত্রণ ৮০ শতাংশে উন্নীত করা।

eshikhon.com

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - আগামীর সম্ভাবনা -‪ভিশন‬ ২০২১ সাল"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved