ফাইভার_নিয়ে_প্রশ্ন???? ❤️
~কিছু জানা অজানা বিষয় নিয়ে ফাইভার।
🍂 আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবো ?
✓ না। ১ টা মেইল দিয়ে শুধু ১ টা একাউন্ট খুলতে পারবেন।
🍂 আমি কি একই পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবো ?
✓ আপনি একটি পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবেন কিন্তু একটি একাউন্ট ডিজেবল হওয়ার পরই কেবল উইন্ডোজ দিয়ে আবার নতুন একাউন্ট খুলতে পারবেন।
🍂 আমার একাউন্টে কি যে কোন পিকচার ব্যবহার করতে পারবো ( খারাপ কোন কিছু ছাড়া )
✓ হ্যা পারবেন ।
🍂 আমার একাউন্ট কি মোবাইল এপ্স এবং পিসি দিয়ে একই সাথে লগিন রাখতে পারবো ?
✓ হ্যা পারবেন।
🍂 আমার একাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগিন করতে পারবো ?
✓ হ্যা পারবেন কিন্তু অবশ্যই সেই পিসিতে অন্য কোন একাউন্ট লগিন করা যাবে না। একটি একাউন্ট একাধিক পিসিতে লগিন করতে পারবেন কিন্তু একাধিক একাউন্ট একটি পিসিতে লগিন করতে পারবেন না।
( একই সময়ে আপনার একাউন্ট একাধিক জায়গায় লগিন রাখতে পারবেন না। )
🍂 একাউন্টে কি যে কারো ইনফরমেশন ব্যাবহার করতে পারবো ?
✓ হ্যা পারবেন কিন্তু নিজের ইনফরমেশন ব্যাবহার করাই ভালো ।
🍂 সিকিউরিটি প্রশ্ন ভুলে গেলে কি করবো ?
উত্তরঃ সরাসরি সাপোর্টে যোগাযোগ করবেন।
🍂 একাউন্ট নাম কি যে কোন নাম ব্যাবহার করতে পারবো ?
✓ হ্যা পারবেন তবে নিজের নাম ব্যাবহার করাই ভালো।
🍂 একাউন্ট এ কি নিজের পোর্টফোলিও এড করতে পারবো ?
✓ হ্যা পারবেন। তবে ওয়েব সাইট ব্যাবহার করবেন।
🍂 গিগ এর ইমেজ হিসেবে কি ব্যাবহার করবো ?
✓ আপনার ক্যাটাগরি রিলেটেড গিগ ইমেজ ব্যবহার করতে হবে। গিগ ইমেজ খুব সুন্দর ভাবে তৈরি করে দিবেন যেন গিগ ইমেজ দেখেই বায়ার গিগ নিতে আগ্রহী হয়।
🍂 গিগ এর টাইটেল এ কি ব্যাবহার করব ?
✓ আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরির ভালো মানের কিছু গিগ নিয়ে কিছুদিন রিচার্স করেন। এবার সুন্দর করে একটা গিগ টাইটেল ব্যাবহার করেন।
🍂 গিগ এর ডিস্ক্রিপশন এ কি ব্যাবহার করবো ?
✓ গিগ এর ডিস্ক্রিপশন এ আপনার সার্ভিস সম্পর্কিত তথ্য সুন্দর ভাবে ব্যাবহার করবেন।(আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরির ভালো মানের কিছু গিগ নিয়ে কিছুদিন রিচার্স করেন )। ডিস্ক্রিপশনে আপনার কোন কন্টাক্ট ইনফো ব্যবহার করবেন না। (মেইল, মোবাইল নাম্বার, ফেসবুক, স্কাইপ , ইত্যাদি।)
🍂 নিজের ভোটার আইডি কার্ড ছাড়া কি ফাইভারে কাজ করা যাবে?
✓ যাবে। ফাইভারে সাধারণত নিজের ভোটার আইডি কার্ডের কোনো দরকার পড়েনা। যদি একাউন্ট নিয়ে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে ভেরিফিকেশন এর জন্য দরকার হতে হয় । তাছাড়া নিশ্চিন্তে থাকতে পারেন।
🍂 নতুন ফোন কিনছি। নতুন করে Fiverr Apps টা ইন্সটল করতে চাচ্ছি। কোনো প্রব্লেম হবে কি??
✓ না কোন সমস্যা হবে না।
🍂 ফাইভারে একটা একাউন্ট ব্যান হইসে। নতুন করে Windows দিয়ে আরেকটা আইডি খুলেছি। আমার সেল ফোনে নতুন আইডি লগ ইন করলে প্রবলেম হবে কি?
✓ কোন সমস্যা হবে না তবে ফোন রিস্টোর দিয়ে নিলে ভালো হবে।
🍂 আমার একটা গিগ এ ইম্প্রেশান এবং কমপ্লিট করা অরডার কমে যাচ্ছে। কেউ বলতে পারেন এর সমাধান কি?
✓ এই সংখ্যাটা আপনার প্রতি সপ্তাহ / মাস এ আপডেট হয় অর্থাৎ আপনি এই মাসে/সপ্তাহ/বছর কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেটা দেখাবে। আপনি যদি চলতি মাসে কোন অর্ডার কমপ্লিট না করেন তাহলে এটা কমই দেখাবে।
🍂 Fiverr এ $(dollar) active হতে কত সময় লাগে?
✓ অর্ডার কমপ্লিট হওয়ার পর ১৪ দিন সময় লাগে ডলার একাউন্টে শো করতে।
🍂 আমার একটি গিগ প্রথম পেইজে আছে। এই অবস্থায় আমি যদি আমার গিগের ভিডিও চেঞ্জ করে নতুন একটি দেই, তাহলে কি গিগের র‍্যাংকিং-এ প্রবলেম হতে পারে?
✓ গিগ এর ট্যাগ/টাইটেল/ডিস্ক্রিপশন ছাড়া অন্য কিছু পরিবর্তন করলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকেনা।
🍂 Captcha test shows again and again in my fiverr account.
It is boring for me. Now how can I avoid it?
✓ এটা শেয়ার আইপি ব্যাবহার করার জন্য দেখাইতেছে।
🍂 TOS violations বলতে কি বুঝায়?
✓ ফাইভারের কোন নিয়ম / রুলস ভাঙ্গাকে TOS violation বলে।

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline