প্রো-অফারের কোন কোর্সটি আপনার জন্য সঠিক চয়েস?

একটি কোর্সে ভর্তি হওয়ার আগে সবার একটাই চিন্তাভাবনা থাকে কোন কোর্সটা আমার জন্য ঠিক? এবং এই কাজটা আমি শিখতে পারবো কি না । প্রথমে আপনি আপনার প্যাশন বা ভালোলাগার ব্যাপার নিয়ে চিন্তা করুন । ধরুন আপনি ঠিক করে ফেললেন আপনি আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি হবেন কিন্তু এখন আপনার মনে আসবে আমি কি গ্রাফিক্স ডিজাইন পারবো? আমি তো কিছুই জানি না এই ব্যাপারে ।

আপনি জানেন কি? আমাদের বেশীরভাগ স্টুডেন্ট যখন তাদের কোর্সে ভর্তি হয় তখন সেই সেক্টর নিয়ে শুধুমাত্র বেসিক ধারণা থাকে, অনেকের সেটাও থাকেনা । অথচ কোর্স শেষে সেই একই স্টুডেন্ট প্রয়োজনীয় স্কিলস নিয়ে গ্লোবাল মার্কেটপ্লেস এ আয় করেন । আমরা একটা কমপ্লিট সিলেবাস ফলো করে শিখাই । সুতরাং আপনি একদম  শুন্য থেকে শিখতে পারবেন ।

আমরা শুধুমাত্র কয়েকটা কোর্সে আপনাকে জিরো এক্সপেরিয়েন্স নিয়ে ভর্তি হতে ডিমোটিভেট করবো । কারণ নির্ধারিত স্কিল নিয়ে আপনি এসব কোর্সে না আসলে কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ শুরু করতে চান তাহলে আপনাকে পূর্বে থেকেই একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং নেটওয়ার্কিং জানতে হবে । ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতে হলে বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হলে ওয়েব ডিজাইন জানা আবশ্যিক । আবার টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে হলে আপনাকে আগে থেকেই গ্রাফিক্স ডিজাইন জানতে হবে ।

এখনো যদি কনফিডেন্স না পান বা মনে করেন গ্রাফিক্স ডিজাইন বা অন্য কোন স্কিলের কোর্স এর জন্য আপনি প্রস্তুত না, তাহলে আমাদের পরামর্শ থাকবে আপনি আমাদের IT Specialist & Basic Computing কোর্সটা করতে পারেন এবং এরপর একটা ফ্রিল্যান্সিং কোর্স এ ভর্তি হয়ে নিন ।

আপনি কোর্স শুরুর আগে কতটা জানেন সেটা গুরুত্বপূর্ণ না । গুরুত্বপূর্ণ হচ্ছে শুরু করা । একবার শুরু করলে কাজের প্রয়োজনে আপনি একের পর এক বিষয় শিখতে থাকবেন । এখনো কনফিউসিং থাকলে ই-শিখনের কাষ্টমার সাপোর্টে কল করুন । আমাদের এক্সপার্টরা কাউন্সেলিং এর মাধ্যমে আপনাকে সাহা্য্য করবে ।

আমাদের প্রো অফার বর্তমানে চালু আছে । ১৮০০০ এবং ১২০০০ টাকার কোর্স মাত্র ৩৯৯০ এনং ২৯৯০ টাকায় এনরোল করা যাচ্ছে ।করোনাকালীন এই সময় ঘরে বসে না থেকে অনলাইনে স্কিল ডেভেলপ করুন । ফ্রিল্যান্সিং এর মাধ্যমে রেমিটেন্স আয়ের পথে এগিয়ে যান ।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline