প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1853
18521. এক কিলোওয়াট সমান কত?
- ১০০০০ ওয়াট
- ১০০ ওয়াট
- ১০০০ ওয়াট
- ১০ ওয়াট
18522. বিদ্যুৎ শক্তির খরচ কোথায় লিপিবদ্ধ হয়?
- ফিউজে
- প্লাগ-সকেটে
- মিটারে
- সুইচে
18523. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লৌহের ওপর নিকেল ধাতুর ইলেকট্রোপ্লেটিং এর সময় সংঘটিত হয়-
- অ্যানোডে: Ni-2e- è Ni2+
- ক্যাথোডে: Ni2++2e- è N1
- ক্যাথোডে: Ni-2e- è Ni2+
A,B
18524. * দক্ষিণ আফ্রিকায় অনেক সোনার খনি আছে। এই সোনা সরাসরি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না বরং আকরিক হিসোবে পাওয়া যায়। পরবর্তীতে এই আকরিক থেকে ধাতু নিষ্কাশন এবং তা শোধন করা হয়?যে প্রক্রিয়ায় উপরের ধাতুটি পাওয়া যায় তাকে কী বলে?
- তড়িৎ মুদ্রণ
- তড়িৎ যোজন
- তড়িৎ বিশ্লেষণ
- তড়িৎ নিষ্কাশন
18525. ঐ দেশে খনি থেকে প্রাপ্ত সোনা-
- ভোল্টমিটারে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
- ভোল্টমিটারে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়
- বিশুদ্ধকরণের জন্য তড়িৎ বিশোধন করা হয়
A,C
18526. এখানে কীসের পাতকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হবে?
- রূপা
- তামা
- ব্রোঞ্জ
- সোনা
18527. নিরাপত্তা ফিউজ তৈরিতে ব্যবহৃত হয়-
- টিন
- সীসা
- তামা
A,B
18528. কোন বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে?
- সিরিজ
- সমান্তরাল
- মিশ্র বর্তনী
- নিয়মিত বর্তনী
18529. ঋণাত্মক তড়িৎদ্বারকে কী বলে?
- তড়িৎ বিশ্লেষ্য
- ব্যাটারি
- অ্যানোড
- ক্যাথোড
18530. সমান্তরাল বর্তনী-
- হাউজ ওয়্যারিং-এ উপযোগী নয়
- হাউজ ওয়্যারিং-এ উপযোগী
- সংযুক্ত বাতিগুলো ব্যাটারির পুরোপুরি ভোল্টেজ পাবে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1853"