প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1852
18511. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
- 0.9
- 9
- 90
- 900
18512. তড়িৎ প্রলেপন দেওয়ার সময় কোন ধাতুটি ব্যবহার করা হয়?
- লৌহ
- নিকেল
- তামা
- ব্রোঞ্জ
18513. মেইন লাইনে অতিরিক্ত চাপ প্রতিহত করে কোনটি?
- অ্যামিটার
- ভোল্টমিটার
- ফিউজ
- রোধ
18514. CuSO4 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
- তড়িৎ বিশ্লেষণে
- গ্যালভানাইজেশনে
- তড়িৎ প্রলেপনে
- তড়িৎ সংযোগে
18515. এক ওয়াট-ঘন্টা সমান কোনটি?
- ১ ওয়াট × ১ ঘন্টা
- ১ ওয়াট × ২ ঘন্টা
- ২ ওয়াট × ২ ঘন্টা
- ২ ওয়াট × ১ ঘন্টা
18516. অ্যানোড হলো-
- ধনাত্মক তড়িৎদ্বার
- ঋণাত্মক তড়িৎদ্বার
- ব্যাটারি
- তড়িৎওয়ার
18517. কোন এককে বিদ্যুৎ বিল হিসাব করা হয়?
- অ্যাম্পিয়ার
- BOT
- জুল
- ভোল্ট
18518. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
- আলেসান্দ্রা ভোল্ট
- আরহেনিয়াস
- মাইকেল ফ্যারাডে
- আইজ্যাক নিউটন
18519. বিদ্যুৎবাহী তারকে কী বলা হয়?
- ঋণাত্মক তার
- জীবন্ত তার
- সক্রিয় তার
- নিরপেক্ষ তার
18520. তড়িৎ উৎস ও কম্পিউটারের সাথে লাগানো থাকে কোনটি?
- আইপিএস
- ইউপিএস
- সিপিইউ
- কী-বোর্ড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1852"