প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1849
18481. CuSO4 এর জলীয় দ্রবণে বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কী জমা হয়?
- তামার অণু
- সালফারের অণু
- অক্সিজেন অণু
- হাইড্রোজেন অণু
18482. পরিবাহীর রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির একটি অংশ কীসে রূপান্তরিত হয়?
- আলো
- তাপে
- শব্দে
- গতিতে
18483. BOT কী?
- বোর্ড অব ট্রেড ইউনিট
- বোর্ড অব ট্রেডার্স
- বোর্ড অব ট্রেড
- সবগুলো
18484. বর্তনীর মেরু নির্ণয় করা যায় কীভাবে?
- তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে
- তড়িৎ প্রলেপনের মাধ্যমে
- তড়িৎ মুদ্রণের মাধ্যমে
- ধাতু নিষ্কাশনের মাধ্যমে
18485. বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে সঞ্চালিত হলে লসের কী পরিবর্তন হবে?
- বেড়ে যাবে
- স্থির থাকবে
- কমে যাবে
- শূন্য হবে
18486. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
- 0.9
- 9
- 90
- 900
18487. তড়িৎ প্রলেপন দেওয়ার সময় কোন ধাতুটি ব্যবহার করা হয়?
- লৌহ
- নিকেল
- তামা
- ব্রোঞ্জ
18488. মেইন লাইনে অতিরিক্ত চাপ প্রতিহত করে কোনটি?
- অ্যামিটার
- ভোল্টমিটার
- ফিউজ
- রোধ
18489. CuSO4 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
- তড়িৎ বিশ্লেষণে
- গ্যালভানাইজেশনে
- তড়িৎ প্রলেপনে
- তড়িৎ সংযোগে
18490. এক ওয়াট-ঘন্টা সমান কোনটি?
- ১ ওয়াট × ১ ঘন্টা
- ১ ওয়াট × ২ ঘন্টা
- ২ ওয়াট × ২ ঘন্টা
- ২ ওয়াট × ১ ঘন্টা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1849"