📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রাণীর-বিভিন্নতা – এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-1

 

প্রাণীর-বিভিন্নতা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 471

4701. শিখাকোষ’ কোন পর্বের বৈশিষ্ট্য?

  1. Plathyhelm1nthes
  2. Nematoda
  3. Annel1da
  4. Por1fera

4702. সোহেল ব্যবহারিক ক্লাস করার সময় অণুবিক্ষণ যন্ত্রের সাহায্যে কিছু প্রাণী দেখতে পেল। এর সাধারণত এককোষী এবং একক বা দলবদ্ধভাবে বসবাস করে।সোহেলের দেখা প্রাণীগুলো কোন উপ-রাজ্যের?

  1. Porefera
  2. Protozoa
  3. Cn1dar1a
  4. Chordata

4703. সোহেলের দেখা প্রাণীগুলো হতে পারে-

  1. Euglena v1r1d1s
  2. Amoeba proteus
  3. Spong1lla laucustr1s

4704. কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ?

  1. Taen1a sol1um
  2. Obel1a gen1culata
  3. Ascar1s tumbr1co1des
  4. Octopus vulgar1s

4705. প্রতিসম প্রাণিদেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে কেমন হবে?

  1. অসমান ও সাদৃশ
  2. সমান ও সদৃশ
  3. সমান
  4. সদৃশ

4706. Vertebrata উপপর্বে কতগুলো শ্রেণি রয়েছে?

  1. 8
  2. 9
  3. 10
  4. 12

4707. নেমাটোসিস্টের কাজ কী?

  1. বংশবৃদ্ধি
  2. বর্জ্য নিষ্কাশন
  3. আত্মরক্ষা
  4. বহুরূপিতা প্রদর্শন

4708. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি?

  1. Metaph1re posthuma (কেঁচো)
  2. Ascar1s lumbr1co1des (গোলাকৃমি)
  3. Tasc1ola hepat1ca (যকৃতকৃমি)
  4. Un1o marg1nal1s (ঝিনুক)

4709. প্রাণিবৈচিত্র্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ-

  1. বাস্ততন্ত্রের সাম্যাবস্থা বজায় রাখা
  2. পরিবেশে প্রাণীর ভারসাম্য রক্ষা করা
  3. মানুষে প্রয়োজনীয় প্রাণী খুঁজে পাওয়া
  4. মানুষকে আনন্দ দেওয়া

4710. শ্রেণিবিন্যাসের একটি ধাপ হলো পর্ব, যা-

  1. একাধিক শ্রেণি নিয়ে গঠিত
  2. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ধাপ
  3. একাধিক গণের সমন্বয়ে গঠিত

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

   
   

0 responses on "প্রাণীর-বিভিন্নতা - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved