প্রাণীর-বিভিন্নতা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 471
4701. শিখাকোষ’ কোন পর্বের বৈশিষ্ট্য?
- Plathyhelm1nthes
- Nematoda
- Annel1da
- Por1fera
4702. সোহেল ব্যবহারিক ক্লাস করার সময় অণুবিক্ষণ যন্ত্রের সাহায্যে কিছু প্রাণী দেখতে পেল। এর সাধারণত এককোষী এবং একক বা দলবদ্ধভাবে বসবাস করে।সোহেলের দেখা প্রাণীগুলো কোন উপ-রাজ্যের?
- Porefera
- Protozoa
- Cn1dar1a
- Chordata
4703. সোহেলের দেখা প্রাণীগুলো হতে পারে-
- Euglena v1r1d1s
- Amoeba proteus
- Spong1lla laucustr1s
A,B
4704. কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ?
- Taen1a sol1um
- Obel1a gen1culata
- Ascar1s tumbr1co1des
- Octopus vulgar1s
4705. প্রতিসম প্রাণিদেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে কেমন হবে?
- অসমান ও সাদৃশ
- সমান ও সদৃশ
- সমান
- সদৃশ
4706. Vertebrata উপপর্বে কতগুলো শ্রেণি রয়েছে?
- 8
- 9
- 10
- 12
4707. নেমাটোসিস্টের কাজ কী?
- বংশবৃদ্ধি
- বর্জ্য নিষ্কাশন
- আত্মরক্ষা
- বহুরূপিতা প্রদর্শন
4708. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি?
- Metaph1re posthuma (কেঁচো)
- Ascar1s lumbr1co1des (গোলাকৃমি)
- Tasc1ola hepat1ca (যকৃতকৃমি)
- Un1o marg1nal1s (ঝিনুক)
4709. প্রাণিবৈচিত্র্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ-
- বাস্ততন্ত্রের সাম্যাবস্থা বজায় রাখা
- পরিবেশে প্রাণীর ভারসাম্য রক্ষা করা
- মানুষে প্রয়োজনীয় প্রাণী খুঁজে পাওয়া
- মানুষকে আনন্দ দেওয়া
4710. শ্রেণিবিন্যাসের একটি ধাপ হলো পর্ব, যা-
- একাধিক শ্রেণি নিয়ে গঠিত
- শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ধাপ
- একাধিক গণের সমন্বয়ে গঠিত
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "প্রাণীর-বিভিন্নতা - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-1"