প্রাণীর-আচরণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 496
4951. রফিক তিনমাস কোচিং করার পর সে ইংরেজীতে কথা বলা শিখলো। সে এখন সবার সাথে ইংরেজীতে কথা বলতে পারে।রফিকের ইংরেজীতে কথা বলা কোন আচরণের অন্তর্ভূক্ত?
- শিখন
- সহজাত
- সামাজিক
- সাপেক্ষ প্রতিবর্তী
4952. রফিকের আচরণ-
- সামাজিক আচরণ
- রূপান্তরিত হয়
- উদ্দেশ্যমূলক
B,C
4953. কোনটি শিখণ আচরণের উদ্দীপনার অন্তর্ভূক্ত?
- সাপেক্ষ উদ্দীপক
- বাহ্যিক উদ্দীপনা
- অভ্যন্তরীণ উদ্দীপনা
- অনিরপেক্ষ উদ্দীপক
4954. মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
- Pulex 1rr1tans
- Ap1s 1nd1ca
- Musca demest1ca
- Polychaeta
4955. আধুনিক মনোভাব নিয়ে আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন-
- Korand Lorenz
- Robert Polom1n
- N1kolas t1nbergen
A,C
4956. স্টিকলব্যাক বর্ণ পরিবর্তন করে কোনটি করে?
- শত্রুকে ভয় দেখায়
- শিকার করে
- জনন সম্পন্ন করে
- লুকিয়ে থাকে
4957. প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
- Karl Voon Fr1sch
- Robert Horv1tz
- S1r Mart1n John Evans
- Franc1s Hanry
4958. প্রাণীর শিখন আচরণের অন্তর্ভূক্ত-
- খাদ্য অন্বেষণ ও সংরক্ষণ
- অন্তর্দৃষ্টি ও সাপেক্ষ প্রতিবর্তী
- অনুসরণ
B,C
4959. কোনটি সামাজিক পতঙ্গ?
- তেলাপোকা
- প্রজাপতি
- মাছি
- মৌমাছি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "প্রাণীর-আচরণ - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 496"