প্রাণীর-আচরণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 495
4941. গেছো ব্যাঙের ফেনাময় বাসা তৈরি করা কী ধরনের আচরণ?
- পরার্থপরতা
- বাৎসল্য
- মিথোজীবী
- আগ্রাসন বিরোধী
4942. কোন মাছ ডিম পাড়ার জন্য আগে বাসা তৈরি করে?
- গজার
- ইলিশ
- কাতলা
- রুই
4943. সহজাত আচরণ প্রাণী কীভাবে অর্জন করে?
- জিনতাত্ত্বিকভাবে
- প্রজাতিগতভাবে
- অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে
- চর্চার মাধ্যমে
4944. উদ্দীপক নিয়ন্ত্রিত আচরণের প্রধান নীতি কয়টি?
- ২টি
- ৪টি
- ৬টি
- ৭টি
4945. পানকৌড়ির ডিমের রং কেমন?
- কালচে
- হলদে
- নীলচে
- নীলচে সাদা
4946. শিখন (Learn1ng) হলো –
- জিন দিয়ে নিয়ন্ত্রিত আচরণ
- অনুকরণের ফলে অর্জিত আচরণ
- শাস্তি বা পুরস্কার পাওয়ার সাথে সংশ্লিষ্ট আচরণ
B,C
4947. মৌচাকে রাণী মৌমাছির সংখ্যা কয়টি?
- ১টি
- ৫টি
- ১৫টি
- অসংখ্য
4948. কোন আচরণের জন্য প্রাণী সমাজে স্বীকৃতি লাভ করে?
- শিখন আচরণ
- সহজাত আচরণ
- অনুসরণ
- সামাজিক আচরণ
4949. FAP – এর পূর্ণরূপ কোনটি?
- F1xed Act1on Pattern
- F1xed Act1on Part1on
- F1xed An1mal Pattern
- F1xed An1mal Port1on
4950. স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
- Pheotax1s
- Phonotax1s
- Tropotax1s
- Th1gmotax1s
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "প্রাণীর-আচরণ - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 495"