প্রাণীর-আচরণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 494
4931. ‘রিলিজার’ শব্দের প্রবর্তক কে?
- বিজ্ঞানী লরেঞ্জ
- বিজ্ঞানী টিনবারগেন
- উইলিয়াম হার্ভে
- বিজ্ঞানী থমসন
4932. কোন মৌমাছি প্রজনন ক্ষমতাহীন?
- রাণী মৌমাছি
- পুরুষ মৌমাছি
- স্ত্রী মৌমাছি
- ড্রোন মৌমাছি
4933. পরিযায়ী পাখিরা সাধারণত দিনে কত ঘন্টা উড়বার পর বিশ্রাম নেয়?
- ২-৩ ঘন্টা
- ৫-৬ ঘন্টা
- ৭-১০ ঘন্টা
- ১০-১৫ ঘন্টা
4934. গ্লেডিয়েটর ব্যাঙ কোথায় পাওয়া যায়?
- উত্তর আমেরিকায়
- দক্ষিণ আমেরিকায়
- কানাডায়
- আফ্রিকায়
4935. মলি পুকুর পাড়ে হাঁটতে গেল। তখন হঠাৎ পুকুরের পানির শব্দ শুনে তাকিয়ে দেখল। একটি রুই মাছ ছোট ছোট অনেকগুলো বাচ্চা নিয়ে পানিতে সাঁতার কাঁটছে।মলির দেখা মাছটিতে কোন আচরণ পরিলক্ষিত হয়?
- অনুসরণ
- সহজাত
- শিখন
- অনুকরণ
4936. এ মাছটির আচরণ-
- মাতৃসুলভ
- শোল মাছের মতো
- সাপেক্ষ প্রতিবর্তী
A,B
4937. কোনটি জিনের প্রভাবে ঘটে?
- কাঁদা
- উড়তে শেখা
- চিৎকার করা
- সাঁতার শেখা
4938. শ্রমবিভাজনের ভিত্তিতে একটি মৌচাকের মৌমাছিদেরকে কয় ভাগে ভাগ করা হয়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
4939. গাছের কচি ডগা দিয়ে বাসা তৈরি করে কোন ব্যাঙ
- ট্রাইটন ব্যাঙ
- গেছো ব্যাঙ
- হইলা ব্যাঙ
- র্যাকোফোরাস ব্যাঙ
4940. পুরুষ মৌমাছি কত দিন বাঁচে?
- ২-২০ দিন
- ২-২৫ দিন
- ২-৩০ দিন
- ২-৩৫ দিন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "প্রাণীর-আচরণ - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 494"