প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কলেজছাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
- ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ফাবিহা নাজমিন (১৬) নামে এক কলেজছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আবুল কালাম মোহাম্মদ আলী ও পারভীন আক্তারের মেয়ে। মামলা সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওই ছাত্রীর ফাবিহা বিনতে মোহাম্মদ ফেসবুক আইডি থেকে ‘মানুষের ঘুমিয়ে দেখা স্বপ্ন যদি বাস্তব হতো তাহলে আজ আমি শেখ হাসিনার জিয়ারত খাইতাম’ একটি পোস্ট করে। ঘটনাটি নজরে আসার পর একই কলেজের ছাত্রলীগ সভাপতি এ এস এম শাকিল বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং ৫০/১১৬। বাদি শেরপুর পৌরশহরের নয়াপাড়ার আমিনুল ইসলামের ছেলে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কলেজছাত্রী ৫৭ (২) ২০০৬ খ্রিস্টাব্দের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (সংশোধনী ২০১৩) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে তার জিয়ারত খেতাম ফেসবুকে প্রচার করে জনমনে আঘাত হানার অপরাধ করেছে। অভিযুক্তকে ধরতে জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
0 responses on "প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কলেজছাত্রীর বিরুদ্ধে মামলা"