📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো সম্পাদকীয় (১৫/০৪/২০১৬)

সব কাজের দরপত্র হোক অনলাইনে
E-Tenders Yearned for all-works
শিক্ষাভবনে সংঘর্ষ
Clash at (DSHE)
এপ্রিল ১৩, ২০১৬
*******************************************************
১। দরপত্র নিয়ে সংঘাত বন্ধ করতে বেশ কয়েক বছর আগে সরকার অনলাইনে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছিল।
Before a few years, the government took a stance for offering e-tenders to avoid the scuffles.
২। কিন্তু সেই সিদ্ধান্ত যে পুরোপুরি কার্যকর করা যায়নি, গত সোমবার শিক্ষাভবনের দরপত্র নিয়ে মারামারির ঘটনাই তার প্রমাণ।
However, seeing the clash at DSHE for tender, it is proved that the decision could not turn out to be fruitful properly.
৩। প্রথম আলোর খবর অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (শিক্ষাভবন) প্রায় ১০০ কোটি টাকার দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক দুই পক্ষের মধ্যে রেষারেষি চলছিল।
According to a report of ‘Prothom-Alo’, a clash for About 100 controlling the tender was going on between followers of Chtraleague and Jobo-League.
৪। যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওরফে শফিক, স্যার এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও তাঁদের অনুসারীরা শিক্ষাভবনে কাজ করছিলেন।
Shafiqul Islam (Sharif), Jobo League secretary of science and technology of SIR F. Rahman hall, and former president of Chatra-league Mizanur Rahman and his followers were working at DSHE.
৫। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের অনুসারীরা সেখানে কাজ করতে গেলে সংঘাতের সূত্রপাত হয়।
Scuffle took place while the followers of Baijid Ahmed Khan, president of chatra-league(Dhaka North), went there for work.
.
৬। শিক্ষাভবন বা সরকারের যেকোনো উন্নয়নকাজ করানো হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।
Any kinds of governmental development projects, i.e. DSHE, are generally taken place openly.
৭। সেখানে যিনি সর্বনিম্ন দরপত্রদাতা হবেন, তিনিই কাজ পাবেন।
Those who will offer the lowest price, should get the trade.
৮। তবে সেখানেও তাঁকে কাজের শর্তাবলি পূরণ করতে হবে।
Above all, all the prerequisites should be fulfilled.
৯। অতএব এ নিয়ে মারামারি-লাঠালাঠির কোনো সুযোগ আছে বলে মনে হয় না।
Therefore, apparently there’s no possibility of fracas for this.
১০। তবে ক্ষমতাসীন দলের এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বরাবর নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবেন এবং গায়ের জোরেই সবকিছু করতে চান।
Invariably the activists of ruling party and its co-organizations consider them to be above law and thus yearn for doing everything under duress.
১১। এটি আইনের চোখে অপরাধ হলেও তঁাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির নেই বললেই চলে।
Though, legally, it is an offence, any proceedings against them are yet to be evident.
১২। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাঁদের কেউ দরপত্রবাজির সঙ্গে জড়িত নয় বলে সাফাই গেয়েছেন।
Plead innocence, the General Secretary of Chatra-League, stated that no followers, he belonged, were occupied in the clash.
১৩। কিন্তু শিক্ষাভবনে সংঘর্ষের সঙ্গে জড়িত বলে যঁাদের নাম এসেছে, তাঁরা সবাই ছাত্রলীগ ও যুবলীগেরই নেতা-কর্মী।
But, the names we find in the fight, all of them are activists of Chatra League and Jubo League.
১৪। ছাত্রলীগের নেতা-কর্মীদের তো শিক্ষাঙ্গনে থাকার কথা!
They are supposed to dwell in the campus?
১৫। তাঁরা কেন শিক্ষাভবনের দরপত্র নিয়ে মারামারি করবেন?
Why should they wrangle for DSHE tender?
১৬। এত দিন ছাত্রলীগের নেতা-কর্মীদের দৌরাত্ম্য শিক্ষাঙ্গনেই সীমিত ছিল।
Till the date, the wickedness of Chatra-league was confined to the study places.
১৭। এখন শিক্ষাঙ্গনের বাইরেও তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে।
And now there terrorist activities have spread out of the campus.
১৮। এটি ভয়াবহ বিপদের কথা।
It’s awfully a dreadful tale.
১৯। দরপত্র নিয়ে হাঙ্গামা-জালিয়াতি বন্ধ করতে সরকারের ঘোষণা অনুযায়ী সব সরকারি কাজের দরপত্র অনলাইনে আহ্বানের দাবি জানাই।
In accordance with the declaration of the government, we call for e-tenders for all sorts of governmental works to avoid wrestle and forgery.
২০। শিক্ষাভবনের দরপত্র নিয়ে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
May legal actions against the people, implicated in the spar, be taken.

   
   

0 responses on "প্রথম আলো সম্পাদকীয় (১৫/০৪/২০১৬)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved