জনসংখ্যা সমস্যার অন্যতম কারণ হিসেবে বলা যেতে পারে শিক্ষার অভাব, বাল্যবিবাহ, নারীর অসম সামাজিক অবস্থান, সচেতনতার ঘাটতি ইত্যাদি।
Illiteracy, early marriage , unequal social status of women and ignorance etc are the major cause for the population problem.
এমন সমস্যা নিয়ন্ত্রণে আনতে হলে নারী শিক্ষা বিশেষ ভূমিকা রাখতে পারে।
Women education plays a special role to control such problem .
জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী।
Approximately, Half of the population is women.
প্রাইমারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা বলতে গেলে সমানই।
We can see that the number of the male and female student from primary to secondary and higher secondary is equal.
কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে নারী শিক্ষার হার ক্রমান্বয়ে কমতে থাকে।
But the women education rate decreases gradually in the graduation and post-graduation level.
কারণ বাল্যবিবাহ কিছুটা কমলেও ১৮ থেকে ২০ বছরের মধ্যে অনেক মেয়ের বিয়ে হয়ে যায়।
Because, most of the 18-20 years girls are marriaged . though early marriage little lessen ,
সুতরাং উচ্চশিক্ষায় নারীদের সংযুক্ত হওয়া অত্যন্ত জরুরী।
So , the participation of women in higher education is inevitable.
কারণ উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই বাল্যবিবাহ কমে যাবে, যেটি সরাসরি প্রভাব ফেলবে জনসংখ্যা রোধে।
Because , If the participation rate of women in higher education is increase , the early marriage will decrease normally , which controlled population growth rate.
কারণ শিক্ষা মানুষকে সচেতন করে, সমস্যা অনুধাবন করতে সহায়ক শক্তি হয়, সর্বোপরি প্রতিকারের যথার্থ পথ খুঁজে পেতেও দেরি হয় না।
Because, Education enlighten us , plays as a driving force to understand the problem , above all , solve the problem.
সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণে নারী শিক্ষা একটি প্রয়োজনীয় পূর্বশর্ত।
So, Women education is the foremost prerequisite to control of over population.
একজন সচেতন, শিক্ষিত মা শিশুর জন্মদান থেকে শুরু করে লালন-পালন, তাকে গড়ে তোলা এবং তার বেড়ে ওঠাতে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
A conscious and educated mother plays a vital role from borne to bring up and grow up a child.
নেপোলিয়নের ভাষায় একজন শিক্ষিত মা-ই একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে পারে
Nepoleon said , ” Give me an educated mother , I will give you an educated nation. ”
সুতরাং জনসংখ্যার মতো একটি গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবেলায় নারী শিক্ষা অপরিহার্য।
So, Women education is indispensable to tackle such a important problem like over population .
শুধু শিক্ষাই নয়, সমাজের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ দেশের সার্বিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে পারে।
Not only education but also equal participation of men and women in the all stage of a society plays an active role in overall development activities of the country.
সমাজের অর্ধাংশ নারী জাতিকে পেছনে ফেলে সমাজ পরিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে না।
The Society can’t properly developed lagging behind half of the nation .
শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
Education is the basic right of the every citizen .
নারী-পুরুষ সবাইকে এ শিক্ষা অর্জন করতে হবে দেশ ও সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে।
And all the men and women has to acquire this education for sake of overall development of the society and country.
0 responses on "প্রথম আলো সম্পাদকীয় (০৪/০৪/২০১৬)"