📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো পত্রিকার সম্পাদকীয়(২৩/০২/২০১৬)

শিশু হত্যায় মুশফিকুর রহিমের প্রতিবাদ
Mushfiq takes stand against child murder

হবিগঞ্জে চার শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
Bangladesh Test team skipper Mushfiqur Rahim has protested against the killing of four children in Habiganj.
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রশ্ন রেখেছেন ‘আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল?’
He posed a question on Facebook, “Will we never change? When will all this end? Where has our humanity gone?”
গতকাল রোববার প্রথম আলোয় ফেসবুক পেজে দেওয়া তাঁর ছবিটি ছাপা হয়েছে।
His status appeared on Prothom Alo’s Facebook page yesterday.
তিনি কেবল প্রশ্ন রাখেননি, অবিলম্বে শিশুহত্যা বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে বলেছেন।
He asked these questions and appealed to everyone to come forward to stop the killing of children.
কেবল হবিগঞ্জে নয়, দেশের বিভিন্ন স্থানে একের পর এক শিশুহত্যার ঘটনা ঘটছে।
Not only in Habiganj,there has been a spate of child murders all over the country.
শিশুরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছে।
Children are being abducted and tortured.
এসব ঘটনা এতটাই মর্মান্তিক ও পৈশাচিক যে কল্পনারও অতীত।
The cruelty and brutality of such incidents is too horrific for imagination.
আগের ঘটনার চেয়ে পরের ঘটনা আরও বেশি নৃশংস ও মর্মবিদারক।
Each incident is simply worse than the one before.
কোনো কোনো ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়লে কিংবা বিচার হলেও শিশুহত্যা ও নির্যাতনের মাত্রা কমছে না।
In some cases the criminals are being caught and tried, but the number of child killings and oppression isn’t lessening.
পরিস্থিতি ভয়াবহ বলেই দেশের একজন কৃতী ক্রিকেটারকে শিশুহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও আকুতি জানাতে হয়েছে।
The horrifying degree of such crimes spurred on the star cricketer to come up with such a protest and appeal.
আমরা মুশফিকুর রহিমের এই আকুতি ও আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করছি।
We express our solidarity with Mushfiqur Rahim’s appeal.
সেই সঙ্গে আমরা এও আশা করি, তাঁর আহ্বান সমাজের ঘুমন্ত বিবেককে জাগ্রত এবং মানুষের ভেতরে মনুষত্ববোধকে উজ্জীবিত করবে।
We hope his call awakes the sleeping conscience of our society and rekindles humanity within the people.
সমাজে ব্যক্তির সঙ্গে ব্যক্তির কিংবা গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর স্বার্থের বিরোধ থাকতে পারে।
Conflict is inevitable within a society, whether it is between individuals or groups.
কিন্তু সেই বিরোধের শিকার কেন নিষ্পাপ শিশুরা হবে?
But why will children be victims of such conflict?
কেনই-বা তারা মুক্তিপণের জন্য জিম্মি কিংবা পেটের দায়ে বিত্তবানের ঘরে কাজ করতে গিয়ে নিষ্ঠুরতার বলি হবে?
Why will they have to be held hostage for ransom or give their lives while working for well-to-do persons?
এসবের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক জাগরণ প্রয়োজন।
An uprising of social awareness is needed to tackle this.

তাই, মুশফিকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসুন আমরা শিশুহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই।
Standing alongside Mushfiqur Rahim, we also call for all to stand up actively against child killing and oppression.
আমরা সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে সব শিশুর জন্য বাসযোগ্য করে গড়ে তুলি।
We must use all in our power to make Bangladesh livable for all children.
শিশুহত্যার বিরুদ্ধে মুশফিকুর রহিম এগিয়ে এসেছেন। আপনারাও এগিয়ে আসুন।
Mushfiqur Rahim has come forward against child murder. You must come forward too.

   
   

0 responses on "প্রথম আলো পত্রিকার সম্পাদকীয়(২৩/০২/২০১৬)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved