📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট – 32

জ্বালানি গ্যাসের দাম এক দফা বাড়ানোর পর নয় মাস না পেরোতেই বিতরণ কোম্পানিগুলো আবার তা বাড়ানোর যে প্রস্তাব করেছে, তা সুবিবেচনাপ্রসূত নয়।
Just nine months since the price of gas was raised, distribution companies are asking for another increase. Such a proposal does not warrant consideration.

আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের দেওয়া বর্ধিত দামের প্রস্তাব দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে তারা চলতি মাসেই গণশুনানির আয়োজন করতে যাচ্ছে—এই খবরও হতাশাব্যঞ্জক।
It is disheartening that the Bangladesh Energy Regulatory Commission (BERC) is having a public hearing on the proposal this month.

এর আগে গ্যাস বিতরণ কোম্পানিগুলো ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করেছিল, তার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে ওই বছরেরই ১ সেপ্টেম্বর থেকে।
In 2015 the gas distribution companies asked for prices to be raised and accordingly gas prices went up from 1 September that year.

এ বছরের এপ্রিলে তারা আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
In April this year they asked for another price rise.

বিইআরসি আইন ২০০৩-এ বলা আছে, কোনো সংগঠন এক বছরের মধ্যে একবারের বেশি দাম বাড়ানোর প্রস্তাব করতে পারবে না।
The BERC regulations do not provide for a price increase within a span of one year.

যদিও তারা এক বছর পরেই প্রস্তাব করেছে, তবু তা দ্রুত বাস্তবায়িত হলে এক বছর পেরোনোর আগেই দাম বাড়ানো হবে।
If the proposal is implemented, this will violate the regulation.

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দুই চুলার গ্যাসের দাম ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা ও এক চুলা ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
On 1 September last year, the price of gas was raised from Tk 450 to Tk 650 for two-ring stoves and from Tk 400 to Tk 600 for single-ring stoves.

এখন দুই চুলা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা ও এক চুলা ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
It is now being proposed to almost double the prices to Tk 1200 and Tk 1000 respectively.
সিএনজির দামও প্রতি ঘনমিটার ৩৫ থেকে বাড়িয়ে ৫৮ টাকা করার প্রস্তাব এসেছে।
The proposed price of CNG is Tk 58 from the existing Tk 35 per cubic metre.

গৃহস্থালি জ্বালানি ও অটোরিকশা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
The proposal also calls for the price of gas in other sectors to go up by 10 to 30 percent.
এত অল্প সময়ের ব্যবধানে এত উচ্চহারে দাম বাড়ানো উচিত হবে না।
It would not be right to raise prices so high within such a short time.

জ্বালানি গ্যাস জনগণের সম্পদ।
Gas is public property.
এর সঙ্গে জনসাধারণের জীবনযাত্রার মান ও জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
It is closely related to the standard of living and national economic activities.
এই জ্বালানির দাম দফায় দফায় খেয়ালখুশিমতো বাড়ানোর প্রস্তাবে জনস্বার্থ অগ্রাহ্য করার প্রবণতার প্রতিফলন ঘটে।
Such repeated and whimsical hikes in gas prices reflect a propensity to ignore public interests.
দাম বাড়ালে জনজীবনে আর্থিক চাপ বাড়বে।
If prices are raised, this will put pressure on public life.
দাম না বাড়িয়ে অপচয়, চুরি, দুর্নীতি বন্ধ করা, মিটার ব্যবস্থা চালু করাসহ সার্বিক ব্যবস্থাপনা উন্নত করার দিকে মনোযোগী হওয়া উচিত।
Rather than raising gas prices, more attention should be paid to halting waste, pilferage, corruption and theft as well as setting up metres and improving overall management.

   
   

0 responses on "প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট - 32"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved