📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট – 15

প্রথম আলো |

কাপুরুষোচিত হত্যা A cowardly killing
গত রোববার চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের নৃশংস হত্যার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিবাদীরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে কি না, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
The killing of SP Babul Akter’s wife Mahmuda Khanam on Sunday has raised questions about just how invincible the suspected militants have become.
এত দিন এই চক্র ভিন্নমতের মানুষ, ব্লগার, সংখ্যালঘু, ধর্মযাজক ও পুরোহিতকে নিশানা করে হত্যা করত (গত রোববারও নাটোরে একজন খ্রিষ্টান ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে), কিন্তু এবার খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার স্ত্রীর হত্যাকাণ্ডেও একই ধরনের আলামত চোখে পড়েছে।
So long they had been targeting bloggers, persons of different persuasion, members of the minority communities, priests and other such persons of differing faith and ideology, but this time they delivered their message by killing the wife of a law enforcement officer.

গণমাধ্যমের খবর অনুযায়ী, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর মনোভাব ও একাধিক সফল অভিযানের কারণে তারা বাবুল আক্তারের প্রতি ক্ষুব্ধ ছিল।
According to the media, this killing was a probable retaliation to Babul Akter’s stern stance against militants and several successful operations against them.
এই ঘটনা যেমন সংগঠিত এই চক্রের দানবীয়তা সামনে নিয়ে এসেছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বলতা প্রকটভাবে ধরা পড়েছে।
This incident both highlights the monstrous proportions of the militants as well as the weakness of the law enforcement and intelligence agencies.
সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এসব পরিকল্পিত হত্যা-ষড়যন্ত্রের কথা জানতেই পারছে না।
The government’s intelligence agencies remain in the dark of such nefarious planning.
আবার ঘটনা ঘটে যাওয়ার পর অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
And after the killings they fail to find the culprits.
ফলে সরকারের জঙ্গিবাদবিরোধী কৌশল ও অভিযান নিয়েই প্রশ্ন উঠেছে। সরকারের নীতিনির্ধারকদের তরফে এসব হত্যাকাণ্ড নিয়ে একেক সময়ে একেক ধরনের বক্তব্য শোনা যায়।
Naturally the efficacy of the government’s anti-militancy strategy and operations come into question.
জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা
Militancy is a global problem.
এটা সাধারণ আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়, এবং সরকারের পক্ষে এককভাবে তা মোকাবিলা অসম্ভব।
It is not a common matter of law and order and it is not possible for the government to tackle this alone.
রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, সংস্কৃতি ও সভ্যতার শত্রু জঙ্গিবাদকে শায়েস্তা করতে সমাজের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই।
There is no alternative but for all the democratic forces of the country to come forward to fight against these enemies of the state, the society, democracy, culture and civilisation.
আর সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই।
It is the government who has to take the initiative.

কিন্তু শুরু থেকেই সরকারের মধ্যে জঙ্গিবাদ ইস্যুকে যেমন দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা লক্ষ করা গেছে, তেমনি এর বিপদ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুরোপুরি ওয়াকিবহাল বলে প্রতীয়মান হচ্ছে না।
Unfortunately, from the very outset, the government has been using this as a political issue.Also, the concerned persons do not seem to sufficiently comprehend the gravity of the matter.
জঙ্গিবাদের মতো অত্যন্ত স্পর্শকাতর ও জটিল সমস্যাকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার আখেরে দেশ ও জাতির জন্য সর্বনাশ ডেকে আনতে পারে।
Using such a sensitive and complex matter as militancy for narrow political purposes can prove to be disastrous for the nation.
মাহমুদা খানমের হত্যার রহস্য উন্মোচন ও বিচার তাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা প্রয়োজন।
It is imperative that the mystery behind Mahmuda Khanam’s murder be unravelled immediately.
একই সঙ্গে, পুলিশ বাহিনীর সদস্য ও তঁাদের পরিবারসমূহের নিরাপত্তার দিকটিতেও নজর দিতে হবে।
The security of the police personnel and their families must also be ensured.

প্রথম আলো | ইংরেজী ভার্সন অবলম্বনে ।

আরো পড়ুন:

   
   

0 responses on "প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট - 15"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved