
প্রকাশিত হয়েছে ইশিখন.কম এর রমজানের icalendar (রমজানের ডিজিটাল সময়সূচি)
মোবাইল মনে করিয়ে দিবে সেহরি ও ইফতারের (ডিজিটাল) সময়সুচি
——————————————————————-
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইশিখন.কম বের করেছে ডিজিটাল ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার ডাউনলোড করে যেকোন কম্পিউটার, এন্ড্রয়েড ফোন, আইফোন থেকে ওপেন করে আপনার মোবাইল ক্যালেন্ডারে Save (বা Save all / Add all To calendar) করার সাথে সাথে প্রতিদিন সেহরি ও ইফতারের সঠিক সময়ে এলার্ম ও রিমাইন্ডার দিবে এবং ১৫ মিনিট পর পর বলা দিবে, সেহরির বা ইফতারের আর কত সময় বাকি আছে। এছাড়াও মোবাইল ক্যালেন্ডারে যেকোন দিনের ইফতার বা সেহরির শেষ সময় দেখা যাবে। (চিত্র-৩)

মনে রাখবেন, এটা কোন এপপ নয়, যার ফলে আপনাকে কোন এপপ ইন্সটল করার ঝামেলা নেই। মোবাইলই আপনাকে সবকিছু মনে করিয়ে দিবে।
.
ক্যালেন্ডার ডাউনলোড করতে এখানে ক্লিক কর ../wp-content/uploads/2017/05/ramadan.ics
যাদের নরমালি হচ্ছে না, তারা Play Store থেকে Google Calendar
(চিত্র-১) অ্যাপটি ইন্সটল কর, এরপর ডাউনলোড করা ramadan.ics ফাইলটি ওপেন কর,

নিচের চিত্রের মত (চিত্র-২) open with এ গুগল ক্যালেন্ডার সিলেক্ট কর
এরপর উপরে ADD ALL বাটনে ক্লিক কর

এরপর ক্যালেন্ডারে গেলে সেহরি ও ইফতারের সঠিক সময়ে এলার্ম ও রিমাইন্ডার রিংটোন বাজবে। স্ক্রিনে লিখা থাকবে, সেহরির/ইফতারের সময় হয়েছে। (চিত্র-৪)

Type: icalenar
Created by: eshikho.com (Ibrahim Akbar)
বি:দ্র: এটা শুধুমাত্র ঢাকা জেলার জন্য, ঢাকার বাইরে অন্য জেলাগুলোর ক্যালেন্ডারের কাজ চলছে।