এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 148
1471. কোন শহরে ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
- পেশোয়ার
- লহোর
- করাচি
- রাওয়ালপিন্ডি
1472. “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” কে ঘোষণা করেন?
- খাজা নাজিমউদ্দীন
- নূরুল আমিন
- আইয়ুব খান
- মোহাম্মদ আলী জিন্নাহ
1473. কোন ভাষা বিজ্ঞানী পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন?
- ড. আনিসুজ্জামান
- পবিত্র সরকার
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- হরপ্রসাদ শাস্ত্রী
1474. ভাষা আন্দোলনের সময় চাকমারা সমর্থন করেছিল কোন ভাষাকে?
- উর্দু
- বাংলা
- চাকমা ভাষা
- আঞ্চলিক ভাষা
1475. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি এক জনসভায় খাজা নাজিমুদ্দীন জিন্নাহকে অনুকরণ করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। এ সময় খাজা নাজিমুদ্দীন কী দায়িত্বে ছিলেন?
- পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী
- পাকিস্তানের প্রধানমন্ত্রী
- পাকিস্তানের স্পিকার
- প্রাদেশিক আইনসভার স্পিকার
1476. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালনের পূর্বে এদিনটিকে কী দিবস হিসেবে পালন করা হতো?
- জাতীয় শোক দিবস
- মাতৃভাষা দিবস
- শহিদ দিবস
- কলো দিবস
1477. জহির রায়হানের ‘একুশের গল্পে’ মমিন পড়লো ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ মিছিলের ওপর গুলি চালায় এতে রফিক, জব্বার, বরকত নিহত হন। মমিন বিষয়টা পড়ে খুব চিন্তিত।মমিনের পঠিত গল্পে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
- ভাষা আন্দোলন
- স্বাধীনতা সংগ্রাম
- গণঅভ্যুত্থান
- ছয় দফা আন্দোলন
1478. উক্ত আন্দোলনের অর্জন ছিল-
- সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান
- বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান
- একুশে ফেব্রুয়ারির স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা
- কোনটিই নয়
B,C
1479. কাকে আহবায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নুতনভাবে গঠিত হয়?
- শেখ মুজিব
- শামসুল হক
- আব্দুল মতিন
- মহিউদ্দিন আহমেদ
1480. গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে ঢাকায় ধর্মঘট পালিত হয় কোন মাসে?
- ফেব্রুয়ারি
- জানুয়ারি
- মার্চ
- মে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট
0 responses on ""পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন - 148"