গ্যাসীয়-বিনিময় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 697
6961. গলবিলের পশ্চাৎ ভাগের উপরিভাগে ছোট জিহ্বার অংশকে কী বলে?
- মধ্যচ্ছদা
- আলজিহ্বা
- ফুসফুস
6962. কোন প্রকার জীবের শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই?
- উদ্ভিদ
- প্রাণী
- ছত্রাক
- ব্যাকটেরিয়া
6963. নিউমোনিয়া লক্ষণ-
- কাশি ও শ্বাসকষ্ট হয়
- দেহের তাপমত্রা বৃদ্ধি পায়
- মারাত্মক শ্বাসকষ্ট হয়
6964. হাঁপানী রোগের লক্ষণ কোনটি?
- ঠোঁট নীল হয়ে যায়
- বুকে ব্যথা হয়
- জ্বর হয়
- কাশি হয়
6965. উদ্ভিদে লেন্টিসেল পাওয়া যায় কোথায়?
- পাতায়
- কান্ডের বাকলে
- মূলে
- শীর্ষে
6966. প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
- দিবা-রাত্রি ২৪ ঘন্টা হয়
- দিনের বেলা অধিক হয়
- অধিক অক্সিজেন প্রয়োজন হয়
- কচি পাতায় হয়
6967. যক্ষ্মা রোগ হলে-
- খুসখুসে কাশি হয়
- রোগীর ওজন বাড়তে থাকে
- বুকে পিঠে ব্যথা হয়
A,C
6968. অক্সিজেন ও খাদ্য উপাদানের মধ্যে বিক্রিয়ার ফলে-
- কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়
- ভিটামিন উৎপন্ন হয়
- পানি উৎপন্ন হয়
A,C
6969. দেহকোষে অক্সিজেন কার সাহায্য বিভিন্ন অঙ্গে পৌঁছায়?
- হাইড্রোজেন
- অক্সিজেন
- কার্বন ডাইঅক্সাইড
- নাইট্রোজেন
6970. খাদ্যবস্তুর জারণকে কী বলে?
- সালোকসংশ্লেষণ
- শ্বসন
- প্রস্বেদন
- ব্যাপন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গ্যাসীয়-বিনিময় - এসএসসি-জীববিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 697"