এবারে যারা বোর্ড চ্যালেঞ্জ তথা ফলাফল পুনঃ মুল্যায়নের জন্য আবেদন করেছ, তাদের ফলাফল:
২০১৭ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল আজ ৩০ মে ২০১৭ তারিখে প্রকাশিত হয়েছে। এবার অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে উত্তরপত্র চ্যালেঞ্জে। এবার ২ লাখ ৬৬ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী সাড়ে চার লাখেরও বেশি উত্তর পত্রের নম্বর পরিবর্তন চেয়ে আবেদন করেছে। সকল বোর্ড এর ফলাফল স্ব স্ব শিক্ষাবোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি ইশিখন.কম থেকেও জানা যাবে।
সকল বোর্ড এর ফলাফল একই দিনে প্রকাশ করা হলেও একই সময়ে প্রকাশ করা হয়না। তাই কোন বোর্ড এর ফলাফল প্রকাশ হওয়ার পর সেগুলো এখানে আপলোড করে দেওয়া হবে। ইশিখন.কম এর কাছে আসা মাত্র এখানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ০৪ মে ২০১৭ তারিখ ২০১৭ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দিন ০৫ মে থেকে যারা প্রত্যাশিত ফলাফল আসেনি তাদেরকে ১১ মে পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এই পোস্টে উক্ত ফলাফল দেখার সকল পদ্ধতি সহ প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল ও প্রকাশ করা হবে:
২০১৭ এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষার পুনঃ মূল্যায়ন বা নিরীক্ষনের ফলাফলঃ
ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত ২ টি পদ্ধতিতে দেখা যাবে। পদ্ধতিগুলো হলোঃ
- এসএমএস(SMS) পদ্ধতি
- অনলাইন পদ্ধতি
১. এসএমএস(SMS) পদ্ধতিঃ
এই পদ্ধতিতে ফলাফল জানার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। ফলাফল প্রকাশের পর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় প্রদত্ত আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরে (যে কোন অপারেটর এর) সরাসরি এসএমএস(SMS) এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তাই ফলাফল দেখার জন্য আপনার কোন ম্যাসেজ পাঠানোর প্রয়োজন নেই।
২. অনলাইন পদ্ধতিঃ
এই পদ্ধতিতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন ঐ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফলে পরিবর্তন হবে তাদের তালিকা প্রকাশ করা হবে। উক্ত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
উল্লেখ্য, এই পদ্ধতিতেও যাদের ফলাফলে কোন পরিবর্তন হয়নি তাদের তালিকা প্রকাশ করা হয়না।
অনলাইনে ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল:
ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত একই দিনে সকল বোর্ড ভিন্ন ভিন্ন সময়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। তাই সকল বোর্ড এর ফলাফল এক জায়গাতে পাওয়া যায়না। কিন্তু ইশিখন.কম এর এই পোস্ট থেকে সকল বোর্ড এর ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে আপলোড করে দেওয়া হবে। ফলে আপনারা খুব সহজেই এক জায়গাতে সকল বোর্ড এর পুনঃনিরীক্ষণের ফলাফল জানতে পারবেন। নিচের লিঙ্ক গুলোতে ফলাফল আপলোড করা হয়েছে। ফলাফল দেখতে আপনার বোর্ড এর লিঙ্ক এর উপর ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড কর
পুনঃনিরীক্ষণের ফলাফল পরবর্তী করণীয় ও কলেজ ভর্তির বিস্তারিত দেখে নাও এখানে
এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল সকল বোর্ড:
আগামীকাল ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করলেই ফলাফল পেয়ে যাবেন।
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ ঢাকা বোর্ড ডাউনলোড
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ চট্টগ্রাম বোর্ড ডাউনলোড
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ রাজশাহী বোর্ড ডাউনলোড
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ সিলেট বোর্ড দেখুন এখানে
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ কুমিল্লা বোর্ড দেখুন এখানে
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ যশোর বোর্ড দেখুন এখানে
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ বরিশাল বোর্ড দেখুন এখানে
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ দিনাজপুর বোর্ড দেখুন এখানে
- দাখিল রেজাল্ট পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০১৭ মাদ্রাসা বোর্ড দেখুন এখানে
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজাল্ট পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০১৭ টেকনিক্যাল বোর্ড দেখুন এখানে
উপরোক্ত ফলাফল গুলো পিডিএফ আকারে দেওয়া থাকবে, ইশিখন.কম যথা সম্ভব চেষ্টা করবে, ইশিখন.কম সাইটে টেবিল করে উপস্থাপন করতে, কোনভাবে সম্ভব না হলে পিডিএফ দেওয়া হবে কিংবা ইমেজ/ছবি আকারে দেওয়া হবে। কিভাবে পিডিএফ থেকে আপনার ফলাফল খুঁজে বের করবেন, তা দেখুন এই লিঙ্কে।
যারা ফলাফল পুনঃনিরীক্ষণ বা পুনঃমুল্যায়ন কিংবা বোর্ড চ্যালেঞ্জ করেছ, তারা কিভাবে এবার একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তা দেখে নাও এই লিঙ্কে..
8 responses on "পুনঃ মূল্যায়ন বা নিরীক্ষনের ফলাফল (সকল বোর্ড) এসএসসি পরীক্ষা ২০১৭"