পিএসসির সব পরীক্ষায় আজীবন অযোগ্য ঘোষণা করেছে এক প্রার্থীকে

পিএসসির সব পরীক্ষায় আজীবন অযোগ্য ঘোষণা করেছে এক প্রার্থীকে

চারটি বিষয়ের লিখিত পরীক্ষায় আটটি উত্তরপত্র দাখিল করায় যোবায়দুল ইসলাম নামের এক প্রার্থীকে আজীবন পিএসসির সব পরীক্ষা থেকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে চারটি বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু আটটি উত্তরপত্র দাখিল করেন যোবায়দুল ইসলাম। এই অসদুপায় অবলম্বন দায়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেবে পিএসসি।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পরীক্ষায় অনুষ্ঠিত হয়। সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও টেকনিক্যাল বিষয়ে মোট চারটি উত্তরপত্রের বদলে আটটি উত্তরপত্র দাখিল করেন যোবায়দুল।

পরে পিএসসি এই অসংগতি ধরে ফেলে। ওই প্রার্থীর নিবন্ধন নম্বর ০০২৭৩৬। ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর জন্ম যোবায়দুলের। ২৬ ঊর্ধ্ব এই যুবকের আরও প্রায় চার বছর পিএসসির অধীনে পরীক্ষাগুলোয় অংশ নেয়ার সুযোগ ছিল। কিন্তু এই অসদুপায় অবলম্বন করায় পিএসসি পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না তিনি।

পিএসসি জানায়, ওই প্রার্থী ৩ নম্বর বিজ্ঞপ্তির ১২ নম্বর শর্ত ও পিএসসির পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা ২০০০ অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

আরো পড়ুন:

৩৮তম বিসিএসের ভুল প্রশ্নে প্রার্থীদের কেউ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন পিএসসি।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline