পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 975
9741. লিয়াকত আলী খানের মতে পাকিস্তান কী ধরনের রাষ্ট্র হওয়ায় একমাত্র উর্দুই পাকিস্তানের রাষট্রভাষা হওয়া উচিত?
- স্বাধীন
- ধর্মভীরু
- উন্নত
- মুসলিম
9742. পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান প্রণয়নের জন্য গঠন করা হয়-
- আইনশৃঙ্খলা কমিটি
- মূলনীতি কমিটি
- সংবিধানিক কমিটি
- রাষ্ট্র পরিচালনা কমিটি
9743. কিসের মাধ্যমে গভর্নর জেনারেল দ্বিতীয় গণপরিষদ গঠন করে?
- অধ্যাদেশের
- আইনের
- সংবিধানের
- মন্ত্রিপরিষদের
9744. ছয় দফা আন্দোলন ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায়- উক্তিটি কার?
- ড. রওনক জাহান
- তালুকদার মনিরুজ্জামান
- আব্দুল মান্নান
- দিলার চৌধুরী
9745. যুক্তফ্রন্টের ২১ দফায় কাদের সম্পত্তির হিসাব গ্রহণ করার কথা বলা হয়েছিল?
- রাজনীতিবিদদের
- সামরিক কর্মকর্তাদের
- বেসরকারি কর্মকর্তাদের
- সরকারি কর্মকর্তাদের
9746. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ স্বআধীন সার্বভৌম হিসেবে পরিচিতি লাভ করে?
- ২১ ফ্রেব্রুয়ারি
- ২৬ মার্চ
- ১৭ এপ্রিল
- ১৬ ডিসেম্বর
9747. পাকিস্তানেরর কোন ডেপুটি স্পিকারকে গণপরিষদের মধ্যে হত্যা করা হয়?
- আব্দুল হামিদ
- শাহেদ আলী
- রাজ্জাক আলী
- আইয়ুব আলী
9748. ১৯৫৬ সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হতেন?
- জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা
- জাতীয় পরিষদের সদস্যদের দ্বারা
- প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা
- বুদ্ধিজীবিদের দ্বারা
9749. কাদের সৈরাচারী মনোভাবের কারণে প্রাথমিকভাবে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থেকে বঞ্চিত হয়েছিল?
- পাকিস্তানি শাসকগোষ্ঠীর
- ভারতীয় শাসকগোষ্ঠীর
- ব্রিটেশ শাসকগোষ্ঠীর
- বাঙালি শাসকগোষ্ঠীর
9750. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা কোনটি?
- ১ম দফা
- ২য় দফা
- ৩য় দফা
- ৬ষ্ঠ দফা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 975"