পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 971
9701. জাতীয় কংগ্রেস গঠনে মুল উদ্দেশ্য-
- ভারতীয় জনগণের দাবি-দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ
- শাসনব্যবস্থা জনগণের অংশীদারিত্ব অর্জন
- বিভিন্ন প্রশাসনিক সংস্কারের জন্য আবেদন
A,B,C
9702. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে কোন দল কোন আসন লাভ করেনি?
- মুসলিম লীগ
- আওয়ামী লীগ
- সমাজতন্ত্রী দল
- গণতন্ত্রী দল
9703. মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল-
- সকল সম্প্রদায়ের স্বার্থরক্ষা
- সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য নিশ্চিত করা
- মুসলমানদের রাজনৈতিক দাবি-দাওয়া উত্থাপন
B,C
9704. ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সূত্র ধরে যেটি হয়-
- ১৯৪৭ সালে বিট্রিশ শাসনের অবসান ঘটে
- ভারত নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়
- পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়
A,B,C
9705. মোহাম্মদ আলী জিন্নাহ ১৪ দফা দাবি পেশ করেন কত সালে?
- ১৯১৯ সালে
- ১৯২৯ সালে
- ১৯৩৯ সালে
- ১৯৪৯ সালে
9706. কে খোলা চিঠির মাধ্যমে ভারতবর্ষে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন?
- ডেভিড মুর
- সুন্দ্রেনাথ বন্দোপাধ্যায়
- ওয়ানের হেস্টিংস
- এ্যালান অক্টোভিয়ান হিউম
9707. পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
- ১৬৫৭ সালে
- ১৭৫৭ সালে
- ১৭৬৫ সালে
- ১৮৫৭ সালে
9708. বঙ্গভঙ্গের পর লর্ড কার্জন ঢাকাকে কী হিসেবে চিহ্নিত করেন?
- শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু
- পর্যটন নগরী
- উদীয়মান রাজধানী
- পরিচ্ছন নগরী
9709. ১৯৩৭ সালের নির্বাচন-
- জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়
- ১১টি প্রদেশে নির্বাচন হয়
- মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে
A,B
9710. ১৮৫৭ সালের সংগ্রামের মহানায়ক ছিলেন-
- সৈয়দ আহম্মদ উল্লাহ খান
- বখত খান
- মামুন খান
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 971"