পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 984
পাকিস্তান থেকে বাংলাদেশ | 9831. আগরতলা মামলায় আসামি করা হয়-
- সামরিক বাহিনীর বাঙালি অফিসারদের
- শেখ মুজিবুর রহমানকে
- অধ্যাপক শামসুজ্জোহাকে
A,B
9832. পিপিপি বলতে কোন রাজনৈতিক দলকে বোঝায়?
- পাকিস্তান পিপলস পার্টি
- পাকিস্তান পুলিশ পার্টি
- পাকিস্তান পাবলিক পার্টি
- পশ্চিম পাকিস্তান পার্টি
9833. ১৯৫২ সালে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন কে?
- নূরুল আমীন
- ইয়াহিয়া খান
- খাজা নাজিমুদ্দীন
- ইস্কান্দার মীর্জা
9834. মিজান একটি আর্ট গ্যালারি পরিদর্শনে গিয়ে একটি কার্টুন ছবি দেখল। যেখানে পাকিস্তানের মানচিত্র আঁকা। একটি গরু ঘাস পূর্ব পাকিস্তানে আর দুধ দুইয়ে দিচ্ছে পশ্চিম পাকিস্তানে।মিজানের দেখা ছবিটি কী প্রমাণ করে?
- বাংলাদেশের সমৃদ্ধ কৃষি ব্যবস্থা
- দুই পাকিস্তানের মাঝে সুসম্পর্ক
- পশ্চিম পাকিস্তানিনের শোষণ
- দুই পাকিস্তানের নির্বাচন ব্যবস্থা
9835. মিজানের দেখা ছবিতেক যে প্রান্তে গরুর দুধ দুইয়ে নিচ্ছে সে অঞ্চলের রাষ্ট্রভাষা ছিল কোনটি?
- বাংলা
- উর্দু
- মারাঠী
- পাঞ্জাবী
9836. উদ্দীপকে রূপকের মাধ্যমে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের একটি শোষণের চিত্র ফুটে উঠেছে। এ শোষণ ছিল মূলত-
- সামাজিক শোষণ
- অর্থনেতকি শোষণ
- সামরিক শোষণ
A,B,C
9837. পাকিস্তানের সংবিধানে বাংলার সাথে সাথে কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
- হিন্দি
- পশতুন
- উর্দু
- আরবি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "পাকিস্তান থেকে বাংলাদেশ এইচএসসি পৌরনীতি"