পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 979
9781. ১৯৫০ সালের ৭ ডিসেম্বর পূর্ব বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানে উর্দুকে দ্বিতীয় ভাষারূপে পাঠ করার সুপারিশ করা হয় কোথায়?
- কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে
- পূর্ববঙ্গ প্রাদেশিক মন্ত্রিসভার বৈঠকে
- সরকারের ‘ভাষা কমিটি’র রিপোর্টে
- মুসলিম লীগ দলীয় বৈঠকে
9782. আগরতলা মামলা দায়ের করার প্রধান উদ্দেশ্য কী ছিল?
- ছয় দফা দাবি নস্যাৎ করা
- অথনৈতিক বৈষম্য দূর করা
- সামরিক-বেসামরিক আমলাদের ক্ষমতা বৃদ্ধি
- বাঙালি জাতীয়তাবাদকে সুসংহত করা
9783. যে সকল সংগঠন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানার তন্মধ্যে-
- জাতীয়তাবাদী দল
- গণতান্ত্রিক যুবলীগ
- তমুদ্দুন মজলিস
B,C
9784. যুক্তফ্রন্টের ২১ দফায় আইনসভার কোনা আসন শূন্য হলে তা কত দিনের মধ্যে পূরণ করার কথা বলা হয়?
- ৮০ দিন
- ৯০ দিন
- ১০০ দিন
- ১২০ দিন
9785. ১৯৪৮ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন কে?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- লিয়াকত আলী খান
- খাজা নাজিমুদ্দীন
- তমিজউদ্দিন খান
9786. কোন নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
- ৬৬-এ নির্বাচনে
- ৬৮-এর নির্বাচনে
- ৬৯-এর নির্বাচনে
- ৭০-এর নির্বাচনে
9787. সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকারী পরিষদ’ কবে গঠিত হয়?
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি
- ১৯৪৮ সালের ১১ মার্চ
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি
- ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি
9788. বাঙালি নেতৃবৃন্দ কোন দলের বিরুদ্ধে জোট গঠনের পরিকল্পনা গ্রহণ করে?
- আওয়ামী লীগ
- কংগ্রেস
- মুসলিম লীগ
- গণতন্ত্রী দল
9789. মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান কে ছিলেন?
- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- এ.কে ফজলুল হক
- এম এ জি ওসমানী
- জিয়াউর রহমান
9790. কত সালের পাকিস্তানের ১৯৫৬ সালের সংবিধান বাতিল করা হয়?
- ১৯৫৮ সালে
- ১৯৬০ সালে
- ১৯৬২ সালে
- ১৯৬৪ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 979"