পলিমার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1955
19541. তন্তু দিয়ে তৈরি করা হয়-
- সুতা
- কাপড়কার্পেট
- ফিন্টারতড়িৎ নিরোধক
A,B,C
19542. কাগজ এর মনোমার হলো কী?
- গ্লুকোজ
- গ্লুকোসামিন
- সেলুলোজ
- গ্লুকোজ এসিটেট
19543. সূতি বস্ত্রের সীমাবদ্ধতা কোনটি?
- প্রসারণশীলতা
- সংকোচনশীলতা
- তাপ প্রসারাঙ্ক
- কম টেকসই
19544. কত রঙের রেশম পাওয়া যায়?
- দু্ই শতাধিক
- চারশতাধিক
- তিনশতাধিক
- পাঁচশতাধিক
19545. জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুকে কী বলা হয়?
- কটন লিন্ট
- গাঁইট
- হেলকিং
- স্লাইডার
19546. প্রাণির লোম থেকে প্রাপ্ত তন্তুকে কি বলে?
- প্রাণিজ তন্তু
- খনিজ তন্তু
- কৃত্রিম তন্তু
- সেলুলোজিক তন্তু
19547. কার্ডিং ও কম্বিং-
- সুতা সংগ্রহের অন্যতম একটি ধাপ
- ব্যবহার অনুপযোগী অতিছোট তন্তু বাদ দিতে ব্যবহৃত হয়
- সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়
A,B
19548. নিচের কোনটির স্থিতিস্থাপকতা ভিজলে দ্বিগুণ হয়?
- ডেক্রন
- নাইলন
- পলিস্টার
- পলিপ্রপিলিন
19549. মেলামাইন রেজিন-
- একটি প্রাকৃতিক পলিমার
- বৈদ্যুতিক সুইচ বোর্ডে ব্যবহৃত হয় না
- মেলামাইন ও ফরমালডিহাইড নামক মনোমার হতে সৃষ্ট
B,C
19550. রেশম মূলত কি পদার্থ দিয়ে তৈরি?
- ফাইব্রেয়ন
- জেলাটিন
- উল
- সিল্ক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পলিমার - এসএসসি-সাধারণ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1955"