পলিমার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1957
19561. প্রাকৃতিক তন্তুর উদাহরণ কোনটি?
- ডেক্রন
- রেয়ন
- নাইলন
- রেশম
19562. উৎস অনুযায়ী তন্ত কত প্রকার?
- 2
- 3
- 4
- 5
19563. রেয়নটি কী ধরনের তন্তু?
- কৃত্রিম তন্তু
- ননসেলুলোজিক তন্তু
- প্রানিজ তন্তু
- ধাতব তন্তু
19564. রেশম পোকা থেকে কি তৈরি হয়?
- গুটি
- নাল
- ফিতা
- সুতা
19565. ডানপাশের চিত্রে উৎপাদিত তন্তুটির বৈশিষ্ট্য হচ্ছে এটি-
- বেশ মিহি
- খুব সস্তা
- দ্রুত গরম হয়
A,C
19566. পলিমার শব্দটি এসেছে কীভাবে?
- স্প্যানিশ শব্দ ‘পলি’ ও ‘মার’ থেকে
- ইংরেজী শব্দ ‘পলি এবং ‘মনোমার’ থেকে
- গ্রীক শব্দ ‘পলি’ এবং ‘মনোমার’ থেকে
- জার্মান শব্দ ‘পলি’ ও ‘মেরী’ থেকে
19567. সেলুলোজিক তন্তু-
- রেয়ন
- নাইলন
- সূক্ষ্ম আঁশযুক্ত
A,C
19568. পলিমার শব্দটি এসেছে-শব্দ থেকে।
- ফরাসি
- তুর্কি
- গ্রিক
- বিট্রিশ
19569. কৃত্রিম তন্তু কত প্রকার?
- 2
- 3
- 4
- 5
19570. গঠন ও তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিক কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পলিমার - এসএসসি-সাধারণ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1957"