পদার্থের-গাঠনিক-ধর্ম – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1352
13511. স্থিতিস্থাপক গুণাঙ্ক একটি –
- মৌলিক রাশি
- ভেক্টর রাশি
- স্কেলার রাশি
- দিক রাশি
13512. তরলের মুক্ত তল সর্বদা টান যে অনুভব করে তাকে কী বলে?
- পৃষ্ঠটান
- পার্শ্বীয় টান
- সান্দ্রতা
- অবসঞ্জন বল
13513. সান্দ্রতা কার ধর্ম?
- শুধু তরল পদার্থের
- শুধু বায়বীয় পদার্থের
- শুধু কঠিন পদার্থের
- তরল ও বায়বীয় পদার্থের
13514. নিচের কোনটির সান্দ্রতা বেশি?
- মধু
- তৈল
- দুধ
- পানি
13515. নিচের কোন রাশিটির কোনো মাত্রা নেই?
- ইয়ং গুণাঙ্ক
- আয়তন গুণাঙ্ক
- দৃঢ়তার গুণাঙ্ক
- পয়সনের অনুপাত
13516. কোনো বিন্দুতে পীড়নের মান শূন্য হলে বিকৃতির মান হবে –
- শূন্য
- 1
- 100
- অসীম
13517. ডাইপোল ডাইপোল আকর্ষণের অন্যতম উদাহরণ হচ্ছে –
- অক্সিজেন বন্ধন
- সালফার বন্ধন
- হাইড্রোজেন বন্ধন
- ফসফরাস বন্ধন
13518. 0.5m ও 0.2m ব্যাসার্ধের দুটি গোলাকার বস্তু একই তরলের মধ্যে পতিত হচ্ছে। কোনটি আগে পতিত হবে?
- দুটি একই সময়ে পড়বে
- 0.5m ব্যাসার্ধের বস্তুটি
- 0.2m ব্যাসার্ধের বস্তুটি
- তথ্যের অপর্যাপ্ততা
13519. সান্দ্র তরলের মধ্যে অভিকর্ষের প্রভাবে পড়ন্ত কোন নিট ত্বরণ শূন্য হলে –
- বস্তুটির বেগ শূন্য হয়
- বস্তুটি ধ্রুববেগে উপরে উঠে
- বস্তুটি ধ্রুববেগে নিচে নামে
- বস্তুটি স্থির হয়ে যায়
13520. পানির চেয়ে মধুর সান্দ্রতা –
- কম
- বেশি
- সমান
- শূন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পদার্থের-গাঠনিক-ধর্ম - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1352"