পদার্থের-অবস্থা-ও-চাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2506
25051. একটি সোনার গহনায় ভেজাল আছে কিনা তা কীভাবে বুঝা যায়?
- ঘষে পরিষ্কার করে
- এতে অতি বেগুনি রশ্মি ফেলে
- সালফিউরিক এসিডে ডুবিয়ে রেখে
- এর উপাদনের ঘনত্ব নির্ণয় করে
25052. সমআয়তনের মধু ভর্তি জগ এবং পানি ভর্তি জগের মধ্যে কোনটি বেশি ভারী মনে হবে?
- মধু
- পানি
- সমান ভারী হবে
- কোনোটিই নয়
25053. মাপচোঙ দিয়ে কী পরিমাপ করা হয়?
- ভর
- ক্ষেত্রফল
- আয়তন
- ঘনত্ব
25054. প্লাজমার উৎসা হলো-
- সূর্য
- গ্রহ
- নক্ষত্র
A,C
25055. বায়ুচাপ 1.1x105Nm-2 হলে 20m দৈর্ঘ্য ও 1 m প্রস্থবিশিষ্ট টেবিলের উপরিতলে বায়ুমণ্ডল কত বল প্রয়োগ করে?
- 2.2x105N
- 5.5x104N
- 2.2x104N
- 1.1x103N
25056. বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভৃ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের কী বলে?
- বাষ্পীয় চাপ
- বায়ুমণ্ডলীয় চাপ
- শুষ্কতা
- আর্দ্রতা
25057. হঠাৎ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা খুব কমে গেলে-
- নিম্নচাপের সৃষ্টি হবে
- ঝড়ের সম্ভাবনা আছে
- বায়ুমন্ডলের চাপ ধীরে ধীরে কমে যাবে
A,B
25058. প্লাজমার উৎস কোনটি?
- গ্রহ
- উপগ্রহ
- ধূমকেতু
- নক্ষত্র
25059. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে কম?
- বায়ু
- হাইড্রোজেন গ্যাস
- কর্ক
- বরফ
25060. হুকের স্থিতিস্থাপকতার সূত্র থেকে পাওয়া যায়-
- পীড়ন α বিকৃতি
- পীড়ন=ধ্রুবকxবিকৃতি
- পীড়ন/বিকৃতি=ধ্রুবক
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
1 responses on "পদার্থের-অবস্থা-ও-চাপ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2506"