এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 28
271. ব্যবসায়ের প্রকৃত ফলাফল তৈরিতে সহায়তা করে –
- পণ্যের বিক্রয় খরচ
- পণ্যের মোট ব্যয়
- পণ্যের বিক্রয়মূল্য
- কোনটিই নয়
B,C
272. পরোক্ষ খরচ ব্যবসায়ের –
- সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয়
- উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায়
- সহায়ক কার্যের নিমিত্তে ব্যয়িত হয়
- উপরের সবগুলো
A,C
273. কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
- তুলা
- সুতা
- কাপড়
- কাপড়ের রং
274. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?
- বাঁশ ও নলখাগড়া
- কলম
- কাগজ
- সুতা
275. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সরসারি জড়িত খরচসমূহ যোগ করে কী পাওয়া যায়?
- বিক্রয়মূল্য
- মুখ্য ব্যয়
- ক্রয়মূল্য
- মোট ব্যয়
276. একজন ইট প্রস্তুতকারকের মাটি ক্রয় ৮০,০০০ টাকা, বহন খরচ ২০,০০০ টাকা, অফিস ভাড়া ৬,০০০ টাকা, আপ্যায়ন ২,০০০ টাকা, শ্রমিকের মজুরি ২০,০০০ টাকা ও জ্বালানি ৫,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত হবে?
- ১২০০০০ টাকা
- ১২৫০০০ টাকা
- ১২২০০০ টাকা
- ১২৪০০০ টাকা
277. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে বলা হয় –
- আন্তঃপরিবহন
- বর্হিমুখী বহন খরচ
- বিক্রয় পরিবহন
- কোনটিই নয়
B,C
278. ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়?
- মোট বিক্রয়মূল্য
- নিট মুনাফা
- মোট ব্যয়
- প্রত্যক্ষ খরচ
279. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?
- মোট বিক্রয়মূল্য
- নিট বিক্রয় ব্যয়
- মোট উৎপাদন ব্যয়
- মোট ব্যয়
280. শিল্প কারখানার কয়টি ক্ষেত্রে উৎপাদন ব্যয় অত্যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল
এসএসসি পরীক্ষার সকল বিষয়ের মডেল টেস্ট
0 responses on ""পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 28"