এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 27
261. প্রশাসনিক উপরিব্যয় হলো –
- ছাপা খরচ
- অফিসের খরচ
- টেলিফোন খরচ
- কোনটিই নয়
A,B,C
262. শিল্প কারখানায় উৎপাদন ব্যয় নির্ধারণে ভূমিকা রাখে –
- প্রশাসনিক নিয়ন্ত্রণ
- ব্যবস্থাপনার নীতি নির্ধারণ
- ব্যয় নিয়ন্ত্রণ
- উপরের সবগুলো
A,B,C
263. মোট ব্যয়কে উপাদান অনুযায়ী বিশ্লেষণ করা হয় –
- ব্যয় নিয়ন্ত্রণের জন্য
- প্রশাসন নিয়ন্ত্রণের জন্য
- সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য
- ক ও গ
A,C
264. উৎপাদন ব্যয় –
- বিক্রয়যোগ্য পণ্য – তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
- বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের সমাপনী মজুদ
- বিক্রয়যোগ্য পণ্য – তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
- বিক্রয়যোগ্য পণ্য – তৈরি পণ্যের সমাপনী মজুদ
265. বিক্রয় ও বিলি খরচ করা হয় –
- পণ্যের নতুন বাজার সৃষ্টির জন্য
- পণ্যের ফরমায়েশ সংগ্রহের জন্য
- খরিদ্দারকে আকৃষ্ট করার জন্য
- কোনটিই নয়
A,B,C
266. জনাব সায়মন একজন সিমেন্ট ব্যবসায়ী। তিনি ১,০০০ ব্যাগ সিমেন্ট ২৫০ টাকা দরে ক্রয় করেন। এজন্য তিনি ১,০০০ টাকা কারবারি বাট্টা পান এবং মজুরি ও গাড়ি ভাড়া বাবদ ১৩,০০০ টাকা প্রদান করেন। তাছাড়া সিমেন্ট বিক্রয়ের জন্য দোকান ভাড়া ৫,০০০ টাকা এবং ৩,০০০ টাকা কর্মচারীদের বেতন প্রদান করেন। জনাব সায়মনের ১,০০০ ব্যাগ সিমেন্টের ক্রয়মূল্য কত?
- ২৫০০০০ টাকা
- ২৬২০০০ টাকা
- ২৮০০০০ টাকা
- ২৯০০০০ টাকা
267. জনাব সায়মনের ব্যাগ প্রতি মোট ব্যয়ের পরিমাণ কত?
- ২৬৫ টাকা
- ২৬৭ টাকা
- ২৭০ টাকা
- ২৭৫ টাকা
268. কারবারে উৎপাদিত দ্রব্যের মোট খরচ ও একক প্রতি ব্যয় সঠিকভাবে নির্ণয় করার কারণ কী?
- বেশি মুনাফা করা যায়
- ক্ষতি কমে যায়
- সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
- শ্রমিকদের মজুরী সময়মত প্রদান করা যায়
269. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য কীসের উপর নির্ভর করে?
- সঠিকভাবে চূড়ান্ত হিসাব প্রস্তুতের উপর
- সঠিক বিক্রয়মূল্য নির্ধারণের উপর
- সঠিকভাবে জাবেদা লিখনের উপর
- সঠিক ক্রয়মূল্য নির্বাচনের উপর
270. পণ্যের প্রধান উপাদান এবং এর খরচকে কী বলা হয়?
- প্রত্যক্ষ খরচ
- পরোক্ষ খরচ
- প্রত্যক্ষ কাঁচামাল
- পরোক্ষ কাঁচামাল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
“জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা” এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 27"