নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1925
19241. হরমোন উৎপাদন হয় কোন প্রক্রিয়া?
- ঔষুধ গ্রহণের মাধ্যমে
- স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে
- শাক সবজি গ্রহণের মাধ্যমে
- খেলাধুলার মাধ্যমে
19242. বজ্রপাতের ফলে ও অতিবেগুণি রশ্মির প্রভাবে কোনটি ঘটে?
- বিভিন্ন গ্যাসের অক্সিজেন দহন
- হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি তৈরি হয়
- জৈব বিবর্তন
- অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড উৎপন্ন হয়
19243. কন্যা সন্তানের জন্মের জন্য পুরুষ দায়ী কেন?
- স্ত্রী Y ক্রোমোজোম ধারণ করে বলে
- স্ত্রী শুধু A ক্রোমোজোম ধারণ করে বলে
- শুধু পুরুষ Y ক্রোমোজোম ধারণ করে বলে
- শুধু পুরুষ X ক্রোমোজোম ধারণ করে বলে
19244. প্রতিটি জীব তার ভ্রূরেন ক্রমপরিণতিকালে অল্প সময়ের জন্য হলেও উদবংশীয় জীবের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়’-উক্তিটি কার?
- হেকেল
- ডারউইন
- স্পেনসার
- এরিস্টটল
19245. কোনটি খুব স্বাভাবিক ঘটনা?
- গর্ভপাত
- রক্তপাত
- কর্ণপাত
- বীর্যপাত
19246. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়?
- মানসিক
- চিন্তাশীল
- অভ্যাসগত
- দৈহিক
19247. ডারউইন কোথায় জন্মগ্রহণ করেন?
- ইংল্যান্ডের স্রাসবেরি
- আমেরিকার নিউইয়র্কে
- ব্রাজিলের রিও ডি জেনিরো
- ইতালির রোমে
19248. প্রথম কোথায় জীবের উদ্ভব হয়েছিল?
- সমুদ্রের পানিতে
- মাটিতে
- ভূ-অভ্যন্তরে
- বায়ুমন্ডলে
19249. মানুসের কিশোর কালের বিস্তৃতি কত?
- 43027
- 43028
- 43030
- ১৮-২০
19250. মেরুদন্ডী প্রাণিগুলোর ভ্রূণ পর্যবেক্ষণ করলে সাদৃশ্য পরিলক্ষিত হয়-
- মৎস্য
- উভচর
- সরীসৃপ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1925"