নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1924
19231. ১৬ বছর পূর্বে আফরোজার বিয়ে হয়েছিল। কিন্ত এখন পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। সম্প্রতি ডাক্তার তাদের বিশেষ এক পদ্ধতিতে সন্তান নিতে বললেন। ডাক্তার বললেন পদ্ধতিটি টেস্টটিউব বেবি নামে পরিচিত। উক্ত পদ্ধতিতে-
- দেহের বাইরে প্রাথমিক ভ্রুণ সৃষ্টি করা হয়
- ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয়
- প্রথম বেবেটি ১৯৫৯ সালে জন্ম নেয়
A,B,C
19232. সমসংস্থ অঙ্গ-
- বাদুড়ের ডানা
- মানুষের হাত
- বিড়ালের পা
A,B
19233. ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় কত বছরে?
- ১৩-১৫ বছর
- ১৩-১৮ বছর
- ১৩-১৭ বছর
- ১৩-২০ বছর
19234. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
- ইতালিতে
- ইংল্যান্ডে
- আমেরিকায়
- অস্ট্রেলিয়ায়
19235. অ্যারিস্টটল প্রমাণ করেন-
- একটি শ্রেণির জীব অন্য শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত
- জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়
- জীবগুলো তাদের পূর্ব পুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হয়
A,C
19236. মহিলাদের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় কোন সেক্স ক্রোমোজোমটি থাকে?
- AA
- XX
- XY
- YY
19237. টেস্টটিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা লাভ করেন কোন দেশ?
- ইতালি
- ইংল্যান্ড
- ব্রাজিল
- আমেরিকা
19238. মেরুদন্ডী ভ্রুণে থাকে না কোনটি?
- লেজ
- ফুলকা
- নটোকর্ড
- ফুসফুস
19239. কোন সূচক বর্ণের দ্বারা পুরুষ ক্রোমোজোম দেখানো হয়?
- A + XY
- A + XX
- Za + XY
- ZA + XX
19240. প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব’ বইটি কত সালে প্রকাশিত হয়?
- 1849
- 1959
- 1869
- 1879
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1924"