নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1922
19211. জলজ পাখির লিপ্ত পদ কোন মতবাদকে সমর্থন করে?
- ল্যামার্কবাদ
- ডারউইনবাদ
- মেন্ডেলবাদ
- সংকরায়ণ
19212. দেহের বাইরে ডিম্বাণু ও শ্রুক্রাণু মিলন ঘটানোকে কী বলে?
- টেস্টটিউব বেবি
- ইনভিট্রো ফার্টিলাইজেশন
- গর্ভধারণ
- গর্ভপাত
19213. জীবের জন্য কোনটি প্রতিকূল?
- বৃষ্টিপাত
- খরা
- বায়ুপ্রবাহ
- সূর্যতাপ
19214. ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে-
- কল্পনাপ্রবণ হয়
- আকর্ষণপ্রবণ হয়
- পরিপাটি হয়
A,B,C
19215. দুইটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে কী বলে?
- প্রকরণ
- বিবর্তন
- আবর্তন
- অভিব্যক্তি
19216. স্বাভাবিক শিশু থেকে টেস্টটিউব বেবির পার্থক্যকারী বৈশিষ্ট্য কোনটি?
- প্রাথমিক ভ্রূণ জরায়ুতে উৎপন্ন হয়
- প্রাথমিক ভ্রুণ পালন মাধ্যমে উৎপন্ন হয়
- ভ্রুণ পালন মাধ্যমে বেড়ে ওঠে
- শ্রুক্রানুর প্রয়োজন হয় না
19217. প্রজনন অঙ্গের আশপাশে চুলকানি বা ঘা হলে-
- পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
- ডাক্তারের পরামর্শ নিতে হবে
- কবিরাজি ওষুধ খেতে হবে
A,B
19218. শুক্রাণুকে কয় ধরনের সেক্স ক্রোমোজোম পাওয়া যায়?
- এক
- দুই
- তিন
- চার
19219. ডারউইনের মতে, কোন জীব যোগ্য বলে বিবেচিত হয়?
- অধিক শক্তিশালী জীব
- স্থলজ জীব
- জলজ জীব
- পরিবেশে অভিযোজিত জীব
19220. কোন অবস্থায় একটি প্রাণীর ভ্রূণকে সনাক্ত করা অসম্ভব?
- মধ্যবর্তী
- প্রাথমিক
- প্রান্তিক
- সমাপ্তিজলীয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1922"