নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1920
19191. দুই ভাই রফিক ও শফিক প্রায়ই রোগে ভোগে। রফিকের হয়েছে ডায়ারিয়া, আর শফিকের হয়েছে ইনফ্লুয়েঞ্জা। জীবজগতে রফিক ও শফিককে আক্রমণকারী জীবাণুর উদ্ভব হয়েছে?
- আকস্মিক পরিবর্তনের মাধ্যমে
- জৈব বিবর্তন ঘটে
- রাসায়নিক বিক্রিয়ার দ্বারা
- কোষ বিভাজন প্রক্রিয়ায়
19192. দুই ভাই রফিক ও শফিক প্রায়ই রোগে ভোগে। রফিকের হয়েছে ডায়ারিয়া, আর শফিকের হয়েছে ইনফ্লুয়েঞ্জা। শফিককে আক্রমণকারী জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক?
- প্রতিকূল পরিবেশে এটি জীব
- এটি পরিবেশ নির্বিশেষে প্রাণী
- অনুকূল পরিবেশে এটি জড়
- এটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা
19193. মাসিকের সময় কতদিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে?
- ৩-৪ দিন
- ২-৩ দিন
- ৩-৬ দিন
- ৩-৫ দিন
19194. স্বপ্নদোষ হলে-
- গোসল করে পরিষ্কার হতে হবে
- শাক-সবজি ও পানি খেতে হবে
- স্বাভাবিক জীবনযাপন করতে হবে
A,B,C
19195. Origin of Species by meansw of natural Seleetion’ কত সালে প্রকাশিত হয়?
- 1859
- 1860
- 1861
- 1862
19196. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের দায়ী কোনটি?
- হরমোন
- ভিটামিন-সি
- প্রোটিন
- শর্করা
19197. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে ছেলে সন্তান হলে কোনটি ঠিক?
- XX
- XZ
- AX
- XY
19198. কী কারণে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত?
- ঘূর্ণিঝড়ের কারণে
- আগ্নেগিরির অগ্নোপাতের কারণে
- জলোচ্ছ্বাসের কারণে
- টর্নেডোর কারণে
19199. পৃথিবী সৃষ্টিকালে উদ্ভূত জলীয় বাষ্প তেকে কিসের সৃষ্টি হয়?
- পানির
- মেঘের
- বিদ্যুতের
- আলোর
19200. ডারউইনের মতে, একজোড়া হাতি থেকে এক কোটি নব্বই লাখ হাতি হয় কত বছরে?
- ৭৫০ বছরে
- ৬৫০ বছরে
- ৮৫০ বছরে
- ৫০০ বছরে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1920"