নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1932
19311. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়?
- উড়ার কাজে
- হাঁটার কাজে
- খাদ্য সংগ্রহের কাজে
- আত্মরক্ষার জন্য
19312. বয়ঃসন্ধিকালে-
- ছেলেদের চেয়ে মেয়েদের আগে শুরু হয়
- বাল্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়
- মেয়েদের চেয়ে ছেলেদের আগে শুরু হয়
A,B
19313. মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
- দুই
- এক
- তিন
- চার
19314. জীবজগতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
- প্রায় ৩ লক্ষ
- প্রায় ৪ লক্ষ
- প্রায় ৫ লক্ষ
- প্রায় ১০ লক্ষ
19315. ছেলেদের শুক্রাণু তৈরির জন্য কোনটি দায়ী?
- ইস্ট্রোজেন
- প্রজেস্টেরন
- টেস্টোস্টেরন
- ইনসুলিন
19316. Evolveri কোন ধরনের শব্দ?
- গ্রিক
- ল্যাটিন
- ইংরেজী
- পালি
19317. সৃস্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
- কঠিন
- তরল
- গ্যাসীয়
- ঘণীভূত
19318. সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টটিউব বেবেটি-
- ড. পেট্রুসি তৈরি করেন
- মাত্র ২৯ দিন বেঁচে ছিল
- মাত্র ২৯ ঘন্টা বেঁচে ছিল
A,B
19319. ড. পেট্রুসির-
- টেস্টটিউব বেবি সফলতা অর্জন করেনি
- টেস্টটিউব বেবিটি মাত্র ২৭ দিন বেঁচে ছিল
- মাধ্যমে টেস্টটিউব বেরি সূচনা হয়
A,C
19320. ডারউইন তত্ত্বের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
- প্রকরণ
- প্রাকৃতিক নির্বাচন
- যোগ্যতমের জয়
- অত্যাধিক হারে বংশবৃদ্ধি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1932"