নবজীবনের-সূচনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1926
19251. ল্যামার্কবাদের প্রাতিপাদ্য বিষয়-
- ব্যবহার ও অব্যবহারের সূত্র
- অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসরণ
- প্রাকৃতিক নির্বাচন
A,B
19252. বয়ঃসন্ধিকালে ছেলেরা আকর্ষণবোধ করে কার প্রতি?
- ছেলেদের প্রতি
- নপুংসক
- শিশুদের প্রতি
- মেয়েদের প্রতি
19253. কখন ছেলে সন্তান হয়?
- ডিম্বাণু ও X ক্রোমোজোমবিশিষ্ট শ্রুকাণুর মিলন হলে
- ডিম্বাণু ও X ক্রোমোজোমবিশিষ্ট শূক্রাণুর মিলন হলে
- দুটি ডিম্বাণুর পরস্পরিক মিলন হলে
- দুটি শুক্রাণুর পারস্পরিক মিলন হলে
19254. নিয়মিত ঋতুস্রাব-
- সুস্বাস্থ্যের লক্ষণ
- সন্তান ধারণ ক্ষমতার লক্ষণ
- হরমোনের অভাবজনিত লক্ষণ
A,B
19255. জীবের খাদ্য ও বাসস্থান সীমিত কেন?
- ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ বলে
- জীবের সংখ্যা অধিক বলে
- জীবের খাদ্য নির্দিষ্ট বলে
- জীবভেদে বাসস্থান ভিন্ন বলে
19256. ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সত্যগুলো হলো-
- অত্যাধিক হারে বংশবৃদ্ধি
- সীমিত খাদ্য ও বাসস্থান
- প্রাকৃতিক নির্বাচন
A,B,C
19257. কোন অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ হতে ঘটছে বলে বিবর্তনবিদগণ মনে করেন?
- সমবৃত্তি অঙ্গ
- সমসংস্থ অঙ্গ
- লু্প্তপ্রায় অঙ্গ
- বিশেষ অঙ্গ
19258. স্ত্রীলোকের ক্রোমোজোম হলো 2A + XY দ্বারা প্রকাশ করা হয়। শুক্রাণুর গঠন কোনটি?
- AY
- YY
- AA
- AX
19259. নিচের কোনটির জীবাশ্মা পরীক্ষা করে প্রমাণ করা গেছে সরীসৃপ থেকে পাখির উৎপত্তি হয়েছে?
- প্লাটিপাস
- আর্কিওপটেরিক্স
- লাংফিস
- ডাইনোসরস
19260. জীবনের উৎপত্তি হয়েছিল কোথায়?
- হাওড়ের পানিতে
- নদীর পানিতে
- খালের পানিতে
- সমুদ্রের পানিতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নবজীবনের-সূচনা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1926"