জেএসসি-বাংলা-1-পদ্য-11-নদীর-স্বপ্ন – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 269
নদীর স্বপ্ন | 2681. কানাইয়ের হাতের রুপোর সিকিটি ছিল-
- ঘষামাজা
- বিবর্ণ
- ধূসর
- চকচকে
2682. কাল নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
- হলুদ
- লাল
- বাদামি
- বেগুনি
2683. বুদ্ধদেব বসু সংশ্লিষ্ট পত্রিকা-
- প্রগতি
- কবিতা
- সমকাল
A,B
2684. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে?
- কানাই
- ছোকানু
- মাঝি
- কবি
2685. কানাই ও তার বোন তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় কীভাবে?
- পড়াশোনা করে
- নৌভ্রমণ করে
- স্কুলে গিয়ে
- ধনী হয়ে
2686. গান গাওয়া শেষ হলে কানাই মাঝিকে কী বলতে বলেছে?
- ছড়া
- কবিতা
- লোককাহিনি
- গল্প
2687. মিতুল তার ছোট বোন মিতাকে খুব ভালোবাসে। গ্রামে দাদাবাড়ি বেড়াতে এসে দুই ভাই-বোন মাছ ধরা দেখতে গেছে। জেলেকে অনুরোধ করে দুই ভাই বোন হাত দিয়ে মাছ ধরে দেখার সুযোগ পায়। কিন্তু ছোট বোন মিতার হাতে মাছের কাটা ফুটলে মিতুল কষ্ট পায়।
- দেশ
- মানবধর্ম
- নদীর স্বপ্ন
- বঙ্গভূমির প্রতি
2688. উদ্দীপকের মিতুল চরিত্রটি ‘নদীর স্বপ্ন’ কবিতার কোন চরিত্রকে নির্দেশ করছে?
- ছোকানু
- কানাই
- মাঝি
- কবি
2689. প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
- বেগুনি
- বাদামি
- লাল
- হলুদ
2690. বুদ্ধদেব বসুর পেশা ছিল-
- সাংবাদিকতা
- সরকারি চাকুরী
- অধ্যাপনা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "নদীর স্বপ্ন - জেএসসি বাংলা - 1 - পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 269"