
আসছে নতুন আরেকটি বছর, নতুন বছরটা শুরু হোক নতুন উদ্যমে। নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে।
.
তাই নতুন বছরে বেকার না থেকে এখনি নিজের স্কিল ডেভেলপ করার জন্য ইশিখন দিচ্ছে বিশাল ছাড়!
নতুন বছর উপলক্ষে ইশিখন.কম দিচ্ছে ডিভিডিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিস্কাউন্ট।
- ১ থেকে ৩টি কোর্সের ডিভিডি কিনলে ২০%
- ৪ থেকে ৬টি কোর্সের ডিভিডি কিনলে ৪০%
- ৭ বা তার অধিক কোর্সের ডিভিডি কিনলে ৫০% ছাড়!
এই ডিস্কাউন্ট ডিভিডি এবং ডিভিডি ডাউনলোড লিঙ্ক উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
যেভাবে ডিভিডি অর্ডার করবেন:
থেকে আপনার পছন্দের ১ থেকে ৩টি ডিভিডির উপর উপর “Add to cart” বাটনে ক্লিক কর। এরপর “View cart” এ ক্লিক করলে ২০% ডিস্কাউন্ট মুল্য দেখতে পাবেন।
এভাবে ৪-৬টিতে ক্লিক করলে ৪০% এবং ৭+ এ ক্লিক করলে ৫০% ডিস্কাউন্ট মুল্য দেখতে পাবেন। কুপনকোড অটোমেটিক এপ্লাই হবে।
বেস্ট সেলার ১৮টি টিউটোরিয়াল ডিভিডি লিস্ট
মোবাইলে অর্ডার করতে:
প্রথমে ডিভিডি মূল্য আমাদের 01842858258 বিকাশ নাম্বারে Send Money কর
এরপর
আপনার নাম
মোবাইল নম্বর
ঠিকানা
কোর্সের নাম / কোড
আপনার বিকাশ নং
লিখে আমাদের 01842858258 নাম্বারে SMS কর / কমেন্ট / ফেসবুকে ইনবক্স কর।
.
অফারটি আগামী ১০ জানুয়ারী পর্যন্ত থাকবে।
কেন আমাদের ডিভিডিই সেরা:
বাজারে চলমান বেশিরভাগ ডিভিডিই অদক্ষ লোকজন ব্যবসার উদ্দেশ্যে ইউটিউব, গুগলে বিভিন্ন টিউটোরিয়াল দেখে দেখে তৈরি করে। ফলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে শিখতে পারেন না। কিন্তু আমাদের এগুলো লাইভ ক্লাসের ভিডিও হওয়ায় শিক্ষককে লাইভে সবকিছু দেখাতে হয়। ফলে বাজারে চলমান টিউটোরিয়ালের মত ২ মিনিট দেখে সেটা মুখস্ত করে করে শেখায় না। শিক্ষককে অবশ্যই দক্ষ এবং পেশাদার হতে হয়। তাছাড়া এখানে যেহেতু সবাই লাইভ দেখে তাই অনেক প্রশ্নের উত্তর দিতে হয় তাই এই ভিডিওতে পরিপূর্ণভাবে সবকিছু আলোচনা করা হয়েছে।
প্রতিটি ভিডিওর সাথে আছে প্রাকটিজ ফাইল ও আলোচিত ফাইল, এসাইনমেন্ট।
প্রতিটি ডিভিডির সাথে আছে সাপোর্ট গ্রুপ লিঙ্ক, যাতে কোন কিছু বুঝতে অসুবিধা হলে গ্রুপে আলোচনা করতে পারেন।
ডিভিডিতে ইন্টারএকটিভ মেনু করা আছে, যার ফলে ডিভিডি নিজেই ক্লাস বাই ক্লাস আপনাকে শিখতে সহায়তা করবে।
যাদের বাসায় ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার/ল্যাপটপ রয়েছে, তাঁরা দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই ৩ থেকে ৫ মাসব্যাপী আমাদের অনলাইন লাইভ কোর্সগুলোতে অংশ নিতে পারেন।