এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 124
1231. নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কোন তারিখটি লিখতে হয়?
- মাসের প্রথম তারিখ
- মাসের শেষ তারিখ
- লেনদেন সংঘটিত হওয়ার তারিখ
- তারিখ লিখতে হয় না
1232. কোন লেনদেনের বিপরীত দাখিলা হবে?
- ব্যাংকে জমা দান
- সাকিবের পরিশোধ
- মাশুক হতে প্রাপ্তি
- সাকিবের পরিশোধ ও মাশুক হতে প্রাপ্তি
1233. নগদ প্রদান জাবেদার ছকে কয়টি ঘর থাকে?
- ১০টি
- ৯টি
- ৮টি
- ৬টি
1234. নগদান বইয়ে কোনটি পাওয়া যায়?
- নীট মুনাফা
- ডেবিট উদ্বৃত্ত
- ক্রেডিট উদ্বৃত্ত
- উভয় উদ্বৃত্ত
1235. কোনটি নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়?
- নগদ প্রদানসমূহ
- বাকিতে লেনদেনসমূহ
- সম্পত্তিসমূহ
- নগদ প্রাপ্তিসমূহ
1236. নগদ অর্থের মানদন্ডের ভিত্তিতে লেনদেনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি?
- দুই ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
1237. ‘নিটল গ্রুপ’ ব্যবসায় পরিচালনা করতে দুইঘরা নগদান বই ব্যবহার করে। প্রতিষ্ঠানটি নতুন একটি ব্যাংক হিসাব খুলতে ৫০,০০০ টাকা জমা দেন। এটি নগদান বইয়ের কোথায় বসবে?
- ক্রেডিট দিকে নগদান কলামে ৫০,০০০ টাকা
- ডেবিট দিকে ব্যাংক কলামে ৫,০০০ টাকা
- ক্রেডিট দিকে নগদান কলামে ৫০,০০০ টাকা
- ডেবিট দিকে ব্যাংক কলামে ৫,০০০ টাকা
1238. মুন্না বিক্রয় করে ২০,০০০ টাকার চেক পেলে কোন হিসাবে লেখা হবে?
- নগদ
- ব্যাংক
- সম্পদ
- প্রাপ্য
1239. ‘অতিরিক্ত মূলধন আনায়ন ৬,০০০ টাকা’। নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হবে –
- নগদান ডেবিট ৬
- ০০০ টাকা অন্যান্য হিসাব ডেবিট ৬
- ০০০ টাকা অন্যান্য হিসাব ক্রেডিট ৬
- ০০০ টাকা
A,C
1240. নগদান বইয়ের সমাপনী ব্যালেন্স কী নির্দেশ করে?
- হাতে নগদ তহবিল
- ঘাটতি তহবিল
- ব্যাংকে নগদ তহবিল
- ক্রেডিট কলাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 124"