এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 119
1181. ৫,০০০ টাকার ব্যাগ বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল। এটি নগদান বইয়ে কী হিসাবে লিপিবদ্ধ হবে?
- ডেবিট
- ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
- লিপিবদ্ধ হবে না
1182. বিপরীত দাখিলার লেনদেন হলো –
- ব্যাংকে নগদ জমা ৫
- ০০০ টাকাব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ২
- ০০০ টাকাব্যাংক হতে উত্তোলন ১
- ০০০ টাকা
A,C
1183. ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ অর্থের যথাযথ লিপিবদ্ধকরণ সহায়তা করে –
- গতিশীলতা রক্ষায়
- সিদ্ধান্ত গ্রহণ
- আয়-ব্যয় নির্ধারণে
- কোনটিই নয়
A,B
1184. অতিরিক্ত মূলধন আনয়ন ১০,০০০ টাকা। নগদান বইতে এটি কীভাবে হিসাবভুক্ত করা হবে?
- নগদান বইয়ের ক্রেডিট দিকে ১০০০০ টাকা
- নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে ১০০০০ টাকা
- নগদান বইয়ের ডেবিট দিকে ১০০০০ টাকা
- নগদান বইতে উভয় দিকে ১০০০০ টাকা
1185. জাবেদা ও নগদান বইয়ের ছকে নিচের কোন মিলটি পাওয়া যায়?
- রসিদ নং
- ভাউচার নং
- চালান নং
- খতিয়ান পৃষ্ঠা নং
1186. বাট্টার ডেবিট ঘরের যোগফল ও ক্রেডিট ঘরের যোগফল কী হিসাবে বিবেচিত হয়?
- স্বতন্ত্র জাবেদা ব্যালেন্স
- স্বতন্ত্র রেওয়ামিল ব্যালেন্স
- স্বতন্ত্র খতিয়ান ব্যালেন্স
- স্বতন্ত্র নগদ ব্যালেন্স
1187. বাহক চেক প্রাপ্তি একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
- ডেবিট
- ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
- ডেবিট বা ক্রেডিট
1188. বাট্টা অর্থ কী?
- মওকুফ
- বাদ দেওয়া
- অর্ধ মওকুফ
- ধারে লেনদেন
1189. নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে কেন এটি সবচেয়ে বেশী জরুরী?
- নগদ লেনদেনগুলো আলাদাভাবে সংরক্ষণ করা
- ক্যাশ বাক্স কড়া নিরাপত্তায় রাখা
- ক্যাশিয়ার নিয়োগ করা
- নগদে লেনদেনের ক্ষেত্রে রক্ষণশীল হওয়া
1190. রহিমের নিকট ১,৫০০ টাকা মাল বিক্রয় নগদান বইতে লিপিবদ্ধ না হওয়ার কারণ কী?
- রহিম তার নিজের সন্তান সেজন্য লিপিবদ্ধ হবে না
- দুজনের বাড়ি একই গ্রামে অবস্থিত সেজন্য
- নগদান হিসাবে আসার সকল বৈশিষ্ট্য এখানে আছে
- নগদান বইয়ের সাথে এর কোনো রকম সম্পর্ক নেই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার সকল বিষয়ের মডেল টেস্ট
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 119"