দেখতে-হলে-আলো-চাই – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1934
19331. বই পড়া ও কম্পিউটার ব্যবহার কর উচিত-
- খুব সামনে থেকে
- নির্দিষ্ট দূরত্বে থেকে
- মাঝে মাঝে বিরতি দিয়ে
B,C
19332. চোখ কীসের মত কাজ করে?
- অভিসারী লেন্স
- অপসারী লেন্স
- গোলীয় লেন্স
- সমতল লেন্স
19333. মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে-
- সোজা করে
- উল্টো করে
- বাঁকা করে
- একই ভাবে রাখে
19334. অধিকাংশ লেন্সই কিসের তৈরী?
- কাচ
- প্লাস্টিক
- কোয়ার্টজ
- ডায়মন্ড
19335. চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত?
- 30cm
- 25cm
- 35cm
- 20cm
19336. 50 cm ফোকাস দূরত্ব সম্পন্ন একটি উত্তল লেন্সের ক্ষমতা কত?
- 5 d
- -0.5 d
- 0.5d
- – 5 d
19337. আলোর প্রতিসরণ সূত্রের ক্ষেত্রে-
- নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুব
- বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয়
- যেকোন মাধ্যমের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণের মাইনের অনুপাত ধ্রুব
A,B
19338. যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু হতে আরও কাছে আনলে দেখা যায়?
- দ্রুত দৃষ্টি
- দীর্ঘ দৃষ্টি
- বার্ধক্য দৃষ্টি
- বিষম দৃষ্টি
19339. স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় থাকে?
- ০.২৫ সেমি দূরে
- ২.৫ সেমি দূরে
- ০.০৫ সেমি দূরে
- অসীম দূরত্বের
19340. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
- অবতল লেন্স
- লেন্স থেকে 25cm দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে
- অভিসারী লেন্স
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দেখতে-হলে-আলো-চাই - এসএসসি-সাধারণ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1934"