দেখতে-হলে-আলো-চাই – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1942
19411. কোনটি চোখের আলোক স্নাযুতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
- আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি
- রঙের অণুভূতি ও পার্থক্য
- বস্তুর নড়াচড়া
- অশ্রু তৈরী করা
19412. গাড়ী পিছানোর দরকার হলে ড্রাইভারকে লক্ষ্য রাখতে হয়-
- গাড়ীর সামনের ডানদিকের দর্পণে
- গাড়ীর ভেতরের সামনের দর্পণে
- গাড়ীর সামনের বামদিকের দর্পণে
A,B,C
19413. ক্ষীণ দৃষ্টি দূর করা যায়-
- অবতল লেন্সের চশমা ব্যবহার করে
- উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
- ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান হয়
A,B
19414. আশিকের আব্বু চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করে। এ চশমা তৈরি করা হয় লেন্স ব্যবহার করে। বাজারে বিভিন্ন লেন্সের চশমা পাওয়া যায়। এ লেন্সগুলোর মধ্য কোনটির প্রান্ত মোটা আবার কোনটির মধ্যভাগ মোটা। লেন্স প্রধানত কয় প্রকার?
- 2
- 3
- 4
- 5
19415. আশিকের আব্বু চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করে। এ চশমা তৈরি করা হয় লেন্স ব্যবহার করে। বাজারে বিভিন্ন লেন্সের চশমা পাওয়া যায়। এ লেন্সগুলোর মধ্য কোনটির প্রান্ত মোটা আবার কোনটির মধ্যভাগ মোটা।প্রান্ত মোটা লেন্সকে বলা হয়-
- উত্তল লেন্স
- স্থূলমধ্য লেন্স
- অবতল লেন্স
- সমতলোত্তল লেন্স
19416. আশিকের আব্বু চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করে। এ চশমা তৈরি করা হয় লেন্স ব্যবহার করে। বাজারে বিভিন্ন লেন্সের চশমা পাওয়া যায়। এ লেন্সগুলোর মধ্য কোনটির প্রান্ত মোটা আবার কোনটির মধ্যভাগ মোটা। দ্বিতীয় প্রকারের লেন্সের নাম হলো-
- উত্তল লেন্স
- সমতলাবতল লেন্স
- স্থূল মধ্য লেন্স
A,C
19417. বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কী বলে?
- আলোকরশ্মি
- প্রধান অক্ষ
- লেন্সের দৈর্ঘ্য
- গৌণ অক্ষ
19418. স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বয়সের সাথে সাথে-
- স্থির থাকে
- অপরিবর্তিত থাকে
- পরিবর্তিত হয়
- কমে যায়
19419. লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কী বলে?
- গোলীয় কেন্দ্র
- আলোক কেন্দ্র
- বক্রতার কেন্দ্র
- বক্রতার ব্যাসার্ধ
19420. আলো সম্পর্কিত সঠিক বাক্য হলো-
- আলো স্বচ্ছ ও সমস্বত্ত্ব মাধ্যমে সরলপথে চলে
- আলোর প্রতিসরণ ঘটে
- আলোর প্রতিসরণের সূত্র তিনটি
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দেখতে-হলে-আলো-চাই - এসএসসি-সাধারণ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1942"