দৃঢ়তা-প্রদান-ও-চলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 717
7161. কবজি সন্ধি দেখা যায়-
- হাতের কনুই
- জানুতে
- অঙ্গুলিতে
A,B,C
7162. কখন মহিলাদের অস্টিওপোরেসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
- জ্বরে ভুগলে
- মেনোপস হওয়ার পর
- মেনোপস হওার আগে
- কায়িক পরিশ্রম করলে
7163. টেনডনের বৈশিষ্ট্য কোনটি?
- ঘন ও শ্বেত তন্তুময়
- টিস্যু শাখা প্রশাখা যুক্ত
- অনুজ্জ্বল শ্বেত তন্তুময়
- পাতলা শ্বেত তন্তুবিহীন
7164. অস্থি ভঙ্গুর ও পুরুত্ব কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
- এইডস
- ক্যান্সার
- হাঁপানি
- অস্টিওপোরেসিস
7165. অন্তঃকঙ্কালের অন্তভূক্ত অঙ্গাণুর নাম হলো-
- নখ
- চুল
- পাকস্থলি
- লোম
7166. আর্থ্রইটিস রোগ প্রতিরোধে যেটি করতে হবে-
- পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন বাসস্থানে বাস
- নিয়মিত ব্যায়াম
- বেশি পরিমাণে স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ
A,B
7167. কোনটি অস্টিওপোরেসিসের লক্ষণ?
- অস্থি সন্ধি নাড়াতে কষ্ট হয়
- গিট ফুলে যায়
- গিটে প্রদাহ হয়
- অস্থিতে ব্যথা হয়
7168. মাংসপেশির প্রান্তভাগ কিসের ন্যায় শক্ত হয়?
- রজ্জুর
- রক্তের
- টেনডন
- শ্বেততন্তু
7169. যোজক কলার ভিন্নরূপ কী?
- অস্থি
- সাইনোভিয়ান অস্থি
- তরুণাস্থি
- টেনডন
7170. কোনটি সহজে সঞ্চালন করা যায়?
- নাক
- কান
- হাত
- মাথা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দৃঢ়তা-প্রদান-ও-চলন - এসএসসি-জীববিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 717"